ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রণবের সঙ্গে দেখা করে আশীর্বাদ চাইলেন মোদি

প্রকাশিত: ০৮:৪০, ২৯ মে ২০১৯

প্রণবের সঙ্গে দেখা করে আশীর্বাদ চাইলেন মোদি

জনকণ্ঠ ডেস্ক ॥ টানা দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর শপথ নেয়ার আগে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে নিজেদের বিরোধী দল কংগ্রেসের এই প্রবীণ নেতার আশীর্বাদ চেয়ে তিনি নতুন করে রাজনীতিতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। খবর এনডিটিভি, আনন্দবাজার ও ওয়েবসাইটের। মঙ্গলবার নরেন্দ্র মোদি এ ‘পণ্ডিত ব্যক্তি’র সঙ্গে দেখা করেন। এ সময় প্রণব মুখোপাধ্যায় তাকে নিজ হাতে মিষ্টি মুখ করান। পরে প্রণবকে পণ্ডিত ব্যক্তি উল্লেখ করে টুইট করেন নরেন্দ্র মোদি। তাতে তাদের দেখা করার মুহূর্তের ছবি পোস্ট করে তিনি বলেন, প্রণবদার সঙ্গে দেখা করা সবসময়ই একটা অভিজ্ঞতা। যা সমৃদ্ধ করে। তার জ্ঞান এবং অন্তর্দৃষ্টির তুলনা হয় না। তিনি পণ্ডিত ব্যক্তি। আমাদের দেশের প্রতি তার অবদান কখনও মুছে যাবে না। এজন্য শপথের আগে সাক্ষাত করে তার আশীর্বাদ চাওয়া।
×