ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট চুক্তি নিয়ে দ্বিতীয় গণভোট চান করবিন

প্রকাশিত: ০৮:৩৯, ২৯ মে ২০১৯

ব্রেক্সিট চুক্তি নিয়ে দ্বিতীয় গণভোট চান করবিন

ব্রেক্সিট বিষয়ে যে কোন চুক্তি নিয়ে দ্বিতীয় গণভোট সমর্থনের আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট নির্বাচনে ভরাডুবির পর ব্যাপক চাপের মুখে তিনি এ আহ্বান জানান। কারণ ইইউ পার্লামেন্টে নির্বাচনে তার দলের সমর্থন অনেক কমে গেছে, অনেক ভোটার তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই ভোটারদের থামাতেই তিনি এ আহ্বান জানালেন। লেবার পার্টির নেতা করবিন বলেন, ইইউ পার্লামেন্ট নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাট ও গ্রিন পার্টির পেছনে পড়ে যাওয়ায় তিনি খুবই সতর্কতার সঙ্গে ব্রেক্সিট বিতর্কের উভয়পক্ষের কথা শুনছেন। তিনি বলেন, লেবার পার্টির প্রথম পছন্দ হবে জাতীয় নির্বাচন। কিন্তু ব্রেক্সিট বিষয়ে যে কোন চুক্তির জন্য গণভোট নিতে হবে। লেবার পার্টির কয়েকটি সূত্র জানায়, দ্বিতীয় গণভোট ছিল বিকল্পগুলোর একটি। এখন মনে হচ্ছে তিনি তার পূর্বের অবস্থান থেকে সরে এসেছেন। পরে তিনি এমপিদের কাছে চিঠি লেখেন, ‘এটা পরিষ্কার যে পার্লামেন্টের অচলাবস্থা কাটানোর একমাত্র উপায় হচ্ছে ইস্যুটি জাতীয় নির্বাচন অথবা গণভোটের জন্য জনগণের কাছে ফেরত পাঠানো। ব্রেক্সিট বিষয়ে যে কোন চুক্তির জন্য গণভোট সমর্থন করতে আমরা প্রস্তুত। করবিনের অন্যতম প্রধান সহযোগী ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনেল সোমবার বলেন, দ্বিতীয় গণভোট অপরিহার্য। কারণ টোরি এমপিরা জাতীয় নির্বাচন সমর্থন করবেন না। যে কোন পরিস্থিতিতে দ্বিতীয় গণভোট সমর্থনের সময় হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ম্যাকডোনেল বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি সময় হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের কাছে এখন একমাত্র বিকল্প হচ্ছে গণভোটের জন্য জনগণের কাছে ফিরে যাওয়া। এখন আমরা সে অবস্থানেই আছি।’ ইউরোপীয় নির্বাচনের ফল বিশ্লেষণের পর জনগণের সমর্থন করা ব্রেক্সিট বিষয়ে অবস্থান আরও পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন আরও বেশ কয়েকজন সিনিয়র লেবার নেতা। এদের মধ্যে রয়েছেন ছায়া পররাষ্ট্রমন্ত্রী এমিলি থর্নবেরি, ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়ানে এ্যাবোট, ছায়া এ্যাটর্নি জেনারেল শমী এবং ছায়া ব্রেক্সিটমন্ত্রী কির স্টার্মার। -গার্ডিয়ান
×