ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনে বিরল প্রজাতির আলবিনো পা-ার সন্ধান

প্রকাশিত: ০৮:৩৮, ২৯ মে ২০১৯

চীনে বিরল প্রজাতির আলবিনো পা-ার সন্ধান

চীনে বিরল প্রজাতির আলবিনো পা-ার সন্ধান মিলেছে। দেশটির সিচুয়ান প্রদেশের এক বনাঞ্চলে পরিবেশ সংরক্ষকদের বসানো ক্যামেরায় বিরল এ প্রাণীর সন্ধান মেলে। ধারণা করা হচ্ছে বিশ্বে আলবিনো পা-ার প্রথম ছবি এটি। গত এপ্রিলে পা-াটির ছবি ক্যামেরায় ধরা পড়ে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের উলং জাতীয় পরিবেশ সংরক্ষণ দফতর ছবিটি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, পুরো সাদা রঙের বিশাল এই পা-া একটি বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। বিজ্ঞানীরা পরে বিরল প্রজাতির এই প্রাণীটির চেহারা শনাক্ত করেন- এটির পুরো শরীর সাদা -চোখ গোলাপী- এটা হয়ে থাকে আলবিনিজমের কারণে। আলবিনিজম হলো বিরল জিনগত অবস্থা যার কারণে রঞ্জক মেলানিনের পুরোপুরি বা আংশিক অনুপস্থিতি দেখা যায়। এক বিবৃতিতে পরিবেশ সংরক্ষণ দফতর জানায়, পা-াটিকে শারীরিকভাবে শক্তিশালী মনে হয়েছে এবং স্বাভাবিকভাবে হাঁটতে দেখা গেছে। এ থেকে প্রমাণিত হয় যে, বনের পরিবেশ বিরল এই প্রাণীটর স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়নি। স্থানীয় গবেষকরা জানান, ধারণা করা হচ্ছে পা-া এক থেকে দুই বছর বয়সী। ছবি থেকে নিশ্চিত হওয়া যায়নি, এটা পুরুষ না স্ত্রী পা-া। গত বছরের ডিসেম্বরে ওই এলাকার বন্যপ্রাণী সম্পর্কে জানাতে ইনফ্রারেড ক্যামেরাটি বসানো হয়েছিল। আলবিনো পা-ার সন্ধান সত্যিকার অর্থেই বিরল। চীনের এই বিশাল পা-া ভল্লুক প্রজাতির বিরল সদস্যের অন্যতম। এর আগে চীনের সানঝি প্রদেশের কিংলিং পর্বতমালায় ধূসর প্রজাতির পা-ার সন্ধান পাওয়া যায়। এদের লোমের বর্ণ ধূসর হওয়ার কারণ রূপান্তর বলে অনুমান করা হয়। চীনের সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বলেন, ছবি থেকে ধারণা করা হচ্ছে উলংয়ের স্থানীয় প্রজাতির পা-ায় প্রচ্ছন্নভাবে আলবিনিজম জিন উপস্থিত। তারা বলেন, পা-াটি ওই এলাকা অতিক্রম করে কি না সেটা দেখতে আরও নজর রাখতে হবে। -গার্ডিয়ান
×