ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে অধ্যক্ষের অপসারণ দাবি

প্রকাশিত: ০৮:৩৭, ২৯ মে ২০১৯

চরফ্যাশনে অধ্যক্ষের  অপসারণ  দাবি

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২৮ মে ॥ ভোলার চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি -অনিয়ম, অর্থ আত্মসাত, পরীক্ষা ও নিয়োগ বাণিজ্য, পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও বিধি বহির্ভূত কার্যকলাপের অভিযোগ এনে তার অপসারণের দাবি করেছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার বেলা ১১টায় চরফ্যাশন প্রেসক্লাবে কলেজের শিক্ষক- কর্মচারীদের পক্ষে সহকারী অধ্যাপক মোহাম্মদ ফারুক লিখিত বক্তব্যে এসব দাবি করেন। এ সময় কলেজের সহকারী অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, ফারুক রানাসহ অন্য শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ মোঃ হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন দাবি করে বলেন- শিক্ষকদের মনগড়া চলাচল বন্ধ করে যথাসময়ে ক্লাস নিশ্চিত করার তাগিদ দেয়ায় তারা এসব অভিযোগ করেছেন।
×