ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মংলায় টুটুল বাহিনীর হাতে জিম্মি গ্রামবাসী

প্রকাশিত: ০৮:৩৫, ২৯ মে ২০১৯

মংলায় টুটুল বাহিনীর হাতে জিম্মি গ্রামবাসী

নিজস্ব সংবাদদাতা, মংলা, ২৮ মে ॥ গুম-হত্যা, ধর্ষণ, চাঁদাবাজিসহ পাহাড় সমান অভিযোগ নিয়ে দক্ষিণ কাইনমারী গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্ত শেখের পুত্র মাসুদুর রহমান টুটুলের বিরুদ্ধে এলাকার প্রায় অর্ধশত সংখ্যালঘু খ্রীস্টান সম্প্রদায়ের লোকজন মংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আভা মেরী নাথ। তিনি বক্তব্যে বলেন, মংলার দক্ষিণ কাইনমারী গ্রামের মুক্তিযোদ্ধা সুন্দর নাথসহ সংখ্যালঘু খ্রীস্টান সম্প্রদায়ের পরিবার জিম্মি হয়ে পড়েছে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্ত শেখের পুত্র শেখ মাসুদুর রহমান টুটুলসহ তার সহযোগীদের হাতে। টুটুল নিজেকে কথিত সাংবাদিক ও র‌্যাবের সোর্স পরিচয় দিয়ে তার সহযোগীদের মাধ্যমে গ্রামের নিরীহ ব্যক্তিদের ঘের ভেড়ি জবর দখল, জোরপূর্বক চাঁদা আদায়, নারীদের শ্লীলতাহানিসহ নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। কেউ এসবের প্রতিবাদ করলেই তাকে তার ক্যাডার বাহিনী ও পুলিশ প্রশাসন দিয়ে নানা কৌশলে দমিয়ে রাখছে।
×