ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করের টাকা আত্মসাত॥ ছয় কর্মচারী গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩৪, ২৯ মে ২০১৯

করের টাকা আত্মসাত॥ ছয় কর্মচারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর ও পঞ্চগড় কর অফিসে আয়করের টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত পৃথক তিনটি মামলায় উত্তরাঞ্চলের ৫ জেলা থেকে কর অফিসের ৬ কর্মচারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও পঞ্চগড় কর অফিস থেকে এদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন- দিনাজপুর কর অঞ্চলের অফিস সহকারী নীরেন চন্দ্র সরকার ও অফিস সহকারী আক্তারুজ্জামান ওরফে আপেল, লালমনিরহাট কর অঞ্চলের প্রধান সহকারী আব্দুর মজিদ, কুড়িগ্রাম কর অঞ্চলের উচ্চমান সহকারী রফিকুল ইসলাম, নীলফামারী কর অঞ্চলের উচ্চমান সহকারী ফিরোজ জামান ও পঞ্চগড় কর অঞ্চলের নিরাপত্তা প্রহরী রাজেকুল ইসলাম। দিনাজপুর দুদক জেলা সমন্বিত কার্যালয় সূত্রে জানা যায়, দুদকের টিম লালমনিরহাট কর সার্কেল অফিসে অভিযান চালিয়ে দিনাজপুরের কর সার্কেলের সাবেক প্রধান সহকারী আব্দুল মজিদ, দিনাজপুর কর সার্কেল থেকে অফিস সহকারী নীরেন চন্দ্র সরকার ও অফিস সহকারী আক্তারুজ্জামান ওরফে আপেলকে গ্রেফতার করে। অন্যদিকে দুদকের আরেকটি টিম কুড়িগ্রাম কর সার্কেল অফিসে পঞ্চগড় কর সার্কেলের সাবেক অফিস সহকারী রফিকুল ইসলাম, নীলফামারী কর সার্কেল হতে পঞ্চগড় কর সার্কেলের সাবেক উচ্চমান সহকারী ফিরোজ জামান ও পঞ্চগড় কর সার্কেল হতে নিরাপত্তা প্রহরী রাজেকুল ইসলামকে গ্রেফতার করে। ঢাকা-সিলেট সড়কে দীর্ঘ যানজট ॥ চরম ভোগান্তি নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২৮ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে দীর্ঘ ১৬ কিলোমিটার যানজট। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন, ভুলতা, গোলাকান্দাইল, বস্তল, আধুরীয়া ও কর্নগোপ এলাকা পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে করে জনসাধারণকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। জানা যায়, যানজট নিরসনের লক্ষ্যে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় তিনতলাবিশিষ্ট ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে। প্রায় দুই মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ফ্লাইওভারের এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের অংশ উদ্বোধনের পর চালু হয়। ফ্লাইওভারটি এক অংশ চালু করলেও কমেনি যানজট। ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের বাইপাস সড়কে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। ঈদ সামনে রেখে এখন যানজটের ভয়াবহতা বাড়ছে। যানজট থাকার কারণে যাত্রীদের যেন ভোগান্তির শেষ নেই। যানজটে আটকা পড়ে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। যেখানে যেতে সময় লাগার কথা ২০ মিনিট, সেখানে যেতে সময় লাগছে ১ থেকে ২ ঘণ্টা। এ দীর্ঘ যানযটের প্রধান কারণ হিসেবে জানা গেছে, ভুলতা ফ্লাইওভার ও রাস্তার নির্মাণ কাজ, যেখানে সেখানে যাত্রী উঠানামা, চালকরা নিয়ম না মেনে গাড়ি চালানো, সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং, হাটবাজারে লোড-আনলোড, অবৈধ ফুটপাথ, হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি।
×