ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে পাওনা টাকা দাবি করায় হামলা ভাংচুর, লুট

প্রকাশিত: ০৮:৩৩, ২৯ মে ২০১৯

বাঁশখালীতে পাওনা টাকা দাবি করায় হামলা ভাংচুর, লুট

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৮ মে ॥ বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ছফিরের দোকান এলাকায় পাওনা টাকা দাবি করার জের ধরে সংঘবদ্ধ প্রতারক চক্র হামলা চালিয়েছে শফিকুল ইসলাম জাহাজ চৌধুরীর নতুন বাড়িতে। এ সময় সংঘবদ্ধ প্রতারক চক্রটি বসতঘরের স্থাপনা, মূল্যবান আসবাবপত্র ভাংচুর ও নগদ অর্থ লুটপাটের ঘটনাও ঘটিয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মৃত শফিকুল ইসলাম চৌধুরীর পুত্র এমওজি ফকরুল ইসলাম চৌধুরী বাদী হয়ে ৮ জনকে আসামি করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেছে। বিভিন্ন প্রতিষ্ঠান হতে গ্রহণকৃত চেক প্রতারণার দায়ে বাঁশখালী থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় প্রায় অর্ধ শতাধিক মামলা রয়েছে প্রতারক চক্রের মূলহোতা রূপকের বিরুদ্ধে। এদিকে সংঘবদ্ধ প্রতারক চক্রের হামলার ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, বসতঘরে ভাংচুর ও হামলার ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া হামলাকারী রূপকের বিরুদ্ধে বাঁশখালী থানায় বিভিন্ন প্রতারণা মামলায় ৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও তিনি জানান। জানা যায়, কালীপুর ইউপির ৯নং ওয়ার্ডের মৃত শফিকুল ইসলাম চৌধুরীর পুত্র এমওজি ফকরুল ইসলাম চৌধুরী ও তার বোন আমেরিকা প্রবাসী আরফাতুন্নেছা বেগমের কাছ থেকে একই এলাকার রফিকুল ইসলাম চৌধুরীর পুত্র একেএম এমতাজুল ইসলাম চৌধুরী প্রঃ রূপক গত ২০১১ সালে ২৯ লাখ টাকা ফ্ল্যাট প্রদানের নামে গ্রহণ করে। দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও ফ্ল্যাট বাড়ি বুঝিয়ে না দেয়ায় প্রদানকৃত টাকা ফেরত চান এমওজি ফকরুল ইসলাম চৌধুরী ও তার বোন। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে প্রতারক চক্রের মূলহোতা রূপকের নেতৃত্বে তার সাঙ্গোপাঙ্গরা বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ সময় সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা ওই বসতঘর হতে ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলেও মামলাতে উল্লেখ করা হয়েছে।
×