ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ‘গ’ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের স্থগিত ভাতা পরিশোধ দাবি

প্রকাশিত: ০৮:৩১, ২৯ মে ২০১৯

কুষ্টিয়ায় ‘গ’ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের স্থগিত ভাতা পরিশোধ দাবি

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৮ মে ॥ যাচাই-বাছাইয়ে ‘গ’ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের ভাতা স্থগিতের প্রতিবাদে এবং আপীলের দ্রুত নিষ্পত্তি ও ঈদের আগেই স্থগিত সকল ভাতা পরিশোধসহ পাঁচদফা দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন, র‌্যালি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুষ্টিয়ার সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যরা। সকাল ন’টায় শহরের ব্যস্ততম মজমপুর গেট এলাকায় প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশ নেন জেলার শতাধিক মুক্তিযোদ্ধা। এ সময় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বলেন, গত ২০১৭ সালে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি সম্মানীভাতা ভোগী ও গেজেটভুক্ত বেশ কিছু মুক্তিযোদ্ধাকে দলিল স্বল্পতার কারণ দেখিয়ে ‘গ’ তালিকাভুক্ত করে। পরবর্তীতে তাদের মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত হয়ে যায়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবর আপীল করেন। কিন্তু আপীল নিষ্পত্তির আগেই তাদের ভাতা স্থগিতের যে আদেশ দেয়া হয়েছে তা বিধিসম্মত নয় বলে দাবি করেন মুক্তিযোদ্ধারা। তাই নেতৃবৃন্দ অবিলম্বে ঈদের আগেই সকল স্থগিত ভাতা পরিশোধের ব্যবস্থা, যাচাই-বাছাইয়ে ‘গ’ প্রাপ্ত গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের দায়ের করা আপীলের দ্রুত নিষ্পত্তি এবং অনলাইনে আবেদনকারীদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত তাদের নাম দ্রুত গেজেটভুক্তির ব্যবস্থাসহ পাঁচদফা দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া মুক্তিযোদ্ধা ইউনিট কামান্ডের সাবেক জেলা কমান্ডার মানিক কুমার ঘোষ, সদর উপজেলা সাবেক কমান্ডার শহীদুল ইসলাম, দৌলতপুর উপজেলা সাবেক কমান্ডার নুরুল হুদা পান্নু প্রমুখ। পরে মুক্তিযোদ্ধারা র‌্যালিসহকারে গিয়ে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।
×