ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে ধর্ষণ চেষ্টা মামলা ॥ স্বাক্ষীদের হত্যার হুমকি

প্রকাশিত: ০৪:৫৬, ২৮ মে ২০১৯

মাদারীপুরে ধর্ষণ চেষ্টা মামলা ॥ স্বাক্ষীদের হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে এক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার মামলার আসামি ও স্বাক্ষীদের হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আসামীদের বিরুদ্ধে। দুর্বৃত্তরা জামিনে মুক্তি পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী পরিবার। আসামিদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না পরিবারের কেউ। মঙ্গলবার প্রতিবেশি এক লোকের মাধ্যমে খবর পেয়ে সাংবাদিকরা তাদের বাড়ি গেলে ঘটনার বর্ণনা দেন নির্যাতিতা ওই গৃহবধূ ও তার স্বজনেরা। নির্যাতিতা জানান, গত ১৯ এপ্রিল রাতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা গ্রামের এক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা চালায় প্রতিবেশী আসাদ কাজী। এ ঘটনায় পরদিন আসাদসহ ৩ জনের বিরুদ্ধে সদর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা করে নির্যাতিতা। পরে অভিযান চালিয়ে আসাদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। ক‘দিন আগে জামিনে মুক্তি পেয়ে আসাদ ও তার পরিবারের লোকজন বাদী এবং স্বাক্ষী মমতাজ বেগম, সালমা বেগম, রাশিদা বেগম ও জলিল মাতুব্বরকে ক্রমাগতভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী ও স্বাক্ষীরা। এদিকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করলেও বিষয়টি গুরুত্ব দিচ্ছে না পুলিশ। ফলে দুর্বৃত্তরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। তবে, আসামি ধরার ব্যাপারে অভিযান চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান।
×