ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে দেড় হাজার পিছ ইয়াবা উদ্ধার, আটক ৫

প্রকাশিত: ০৪:৩৬, ২৮ মে ২০১৯

গাজীপুরে দেড় হাজার পিছ ইয়াবা উদ্ধার, আটক ৫

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে পৃথক দু’টি অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী পাঁচজনকে আটক করেছে র‍্যাব-১’র সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দেড় হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ টাকা এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার র‍্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন। র‍্যাব’১এর ওই কর্মকর্তা জানান, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নগর হাওলা এলাকায় খোকা মিয়ার কাঠ বাগানের ভিতরে অবস্থান নিয়ে সোমবার রাতে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। এ গোপন সংবাদ পেয়ে র‍্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে র‍্যাব-১এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ী গাজীপুরের শ্রীপুর থানার বানারহাওলা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আজগর আলী (৫০) ও একই গ্রামের আব্দুল বারেকের ছেলে দেলোয়ার হোসেনকে (৪০) আটক করে। এসময় তাদের কাছ থেকে চারটি জিপার ব্যাগে ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ টি মোবাইল ফোন ও ২টি সীম কার্ড উদ্ধার করা হয়। এদিকে একইদিন ইয়াবা ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে র‍্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে র‍্যাব-১এর সদস্যরা গাজীপুর সদর থানাধীন পশ্চিম বিলাশপুর এলাকার ফাতিয়া (রাঃ) মহিলা মাদ্রাসার সামনের রাস্তায় অভিযান চালিয়ে তিন ইয়াবা ব্যবসায়ী শেরপুর জেলার নকলা থানার লাভা এলাকার মোঃ আজহার আলীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৬), গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার মুন্সিবাড়ি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মনির হোসেন (৪২) ও একই থানার বাঘলবাড়ি এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে সাগর হোসেনকে (২৫) আটক করে। এসময় তাদের কাছ থেকে চারটি জিপার ব্যাগে ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ একহাজার ২১০ টাকা, ১ টি মোবাইল ফোন ও ২টি সীম কার্ড উদ্ধার করা হয়। র‍্যাব’র ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে ইয়াবাসহ বিদেশী মাদক আমদানি করিয়া অবৈধভাবে নিজেদের হেফাজতে রেখে সেগুলো গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গহণ প্রক্রিয়াধীন রয়েছে।
×