ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছেলে অজুর্নের জন্য বাবা টেন্ডুলকরের পরামর্শ

প্রকাশিত: ০২:১৭, ২৮ মে ২০১৯

ছেলে অজুর্নের জন্য বাবা টেন্ডুলকরের পরামর্শ

অনলাইন ডেস্ক ॥ বাবা রমেশ টেন্ডুলকর ছেলে সচিনকে উপদেশ দিয়েছিলেন, শর্ট কাটে সাফল্য আসে না। সেই একই পরামর্শ ছেলে অজুর্নকে দিচ্ছেন ‘মাস্টার ব্লাস্টার’। টি টোয়েন্টি মুম্বাই লিগে খেলার জন্য পাঁচ লক্ষ টাকার বিনিময়ে অর্জুনকে নিয়েছে আকাশ টাইগার্স মুম্বাই। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভাল পারফরম্যান্স করেছেন অর্জুন। ছেলের ক্রিকেট-কেরিয়ারে বিখ্যাত বাবার প্রভাব কতটা? চাপ সামলানোর জন্য অর্জুনকে কি পরামর্শ দেন সচিন? এই প্রশ্নের জবাবে একশোটি সেঞ্চুরির মালিক বলেন, ‘‘ও খুব আবেগপ্রবণ। আমি কোনও ব্যাপারে ওকে চাপ দিই না। ক্রিকেট খেলার জন্যও অর্জুনকে আমি চাপ দিইনি। আগে ও ফুটবলই খেলত পরে দাবায় ওর আগ্রহ জন্মায়। এখন ক্রিকেট খেলছে।’’ ছোটবেলায় বাবার কাছ থেকে যে শিক্ষা পেয়েছিলেন সচিন, সেটাই ছেলেকে দিচ্ছেন বিশ্বখ্যাত ক্রিকেটার। ‘মাস্টার ব্লাস্টার’ বলেন, ‘‘আমি অর্জুনকে বলেছি, জীবনে শর্ট কাট বলে কিছু হয় না। কঠিন পরিশ্রম করতে হবে।’’ ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ভারতীয় দলের নেটে বোলিং করতে দেখা গিয়েছিল অর্জুনকে। এখন তিনি টি টোয়েন্টি মুম্বাই লিগ খেলছেন। সচিন বলছেন, ‘‘দল যা চাইছে, সেটাই করতে হবে অর্জুনকে। মুম্বাই লিগ খুব ভাল মঞ্চ। উত্থান-পতনের মধ্যে দিয়েই অভিজ্ঞতা অর্জন করতে হবে।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×