ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অল্পের জন্য রক্ষা সেরেনার!

প্রকাশিত: ০০:২৪, ২৮ মে ২০১৯

অল্পের জন্য রক্ষা সেরেনার!

অনলাইন ডেস্ক ॥ ফ্রেঞ্চ ওপেনে অন্যতম ফেভারিট হয়ে প্রবেশ সেরেনা উইলিয়ামসের। অথচ ২৩টি গ্র্যান্ড স্লাম বিজয়ীকেই কিনা চোখ রাঙানি দিয়ে দিলো রাশিয়ান ৮৩ নম্বর ভিটালিয়া ডিয়াচেঙ্কো! তাকে প্রথম সেটে হারিয়ে দিলেও পরের দুই সেট জিতে মান বাঁচিয়েছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। অবশ্য বেশ কিছুদিন ধরে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। এর রেশটা ছিলো প্রথম সেটে। ছন্দহীন সব শট খেলে যাওয়াতে প্রথম সেটে হেরেছেন ২-৬ গেমে। অভিজ্ঞ সেরেনা পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে জিতে নেন প্রথম রাউন্ড। জয় পান ৬-১, ৬-০ গেমে। প্রথম সেটের হার অবশ্য আতঙ্ক ছড়িয়েছিলো সেরেনার মাঝে। এর প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘প্রথম রাউন্ডের ম্যাচ সব সময় আতঙ্কের। প্রথম সেটে ভুল করেছিলাম, নিজেকে নিজেই তখন স্বগোতক্তির মতো বলেছি ‘গুডলাক সেরেনা’। তারপরেই ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস পেয়েছি।’ এদিকে ছেলেদের এককে রুটিনমাফিক জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। র্যাংকিংয়ের এক নম্বর জোকোভিচ হারিয়েছেন পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে। তার জয় ছিল ৬-৪, ৬-২, ৬-২ গেমে। দ্বিতীয় বাছাই নাদাল হারিয়েছে জার্মান বাছাই ইয়ানিক হানফমানকে। তার বিরুদ্ধে নাদালের জয় ছিল ৬-২, ৬-১ ও ৬-৩ গেমে। রোলাঁ গারোঁয় রেকর্ড গড়া নাদাল ছুটছেন ১২তম গ্র্যান্ড স্লামের খোঁজে। আগের রেকর্ডকে বাড়িয়ে নেওয়ার চ্যালেঞ্জ তার সামনে।
×