ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে চার কারাগারে মিললো ৪২ বন্দির মরদেহ

প্রকাশিত: ২৩:৪৭, ২৮ মে ২০১৯

ব্রাজিলে চার কারাগারে মিললো ৪২ বন্দির মরদেহ

অনলাইন ডেস্ক ॥ ব্রাজিলের উত্তরাঞ্চলের চারটি কারাগারে ৪২ বন্দির মরদেহ পাওয়া গেছে। একটি কারাগারে সংঘর্ষে ১৫ বন্দি নিহত হওয়ার একদিন পর এই ৪২ মরদেহ পাওয়া গেলো। সোমবার অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মানাউসের কারাগারগুলোতে এই বন্দিদের মৃত্যু হয়। তাদের সবারই শ্বাসরোধে সৃষ্ট সমস্যায় মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা। তারা বলছেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কারাগার পরিদর্শনের সময় চারটি কারাগারে এই ৪২ মরদেহ পাওয়া যায়। কী কারণে এতোসংখ্যক বন্দির প্রাণ ঝরেছে তা জানতে এবং পরিস্থিতির লাগাম টানতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে কর্তৃপক্ষ। এর আগের দিন অ্যানিসিও জোবিম পেনিতেসিয়ারি কমপ্লেক্স এলাকায় ‘সাক্ষাৎ সময়’ চলাকালে সংঘর্ষ বাঁধে। তখন সংঘর্ষে জড়ানো দু’পক্ষ পরস্পরকে টুথব্রাশ দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধে করে। এতে ১৫ বন্দির মৃত্যু হয়। চলতি বছরের এপ্রিলের হিসাব অনুযায়ী, বন্দি সংখ্যার বিচারে ব্রাজিল বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ। দক্ষিণ আমেরিকার দেশটিতে এপ্রিল পর্যন্ত বন্দি ছিলেন ৭ লাখ ১২ হাজার ৩০৫ জন।
×