ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা বিসিএস শিক্ষা সংসদের ইফতার মাহফিলে শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১২:৪৯, ২৮ মে ২০১৯

  স্বাধীনতা বিসিএস  শিক্ষা সংসদের  ইফতার মাহফিলে  শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, কিছু পেশাগত প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছিলেন স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ সদস্যরা। শিক্ষা সদস্যদের এ সংগঠনটির সদস্যদের মধ্যে কিছু অসন্তুষ্টিও ছিল, ইতোমধ্যে যা দূর করার কাজ শুরু হয়েছে। স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়ার অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। সোমবার ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত ইফতারে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধাপক ড. মোঃ গোলাম ফারুক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি ও কবি নজরুল সরকারী কলেজের অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খোন্দকার। গত কয়েক মাসে স্বাধীনতা সংসদের নেতারা কর্মক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতার কথা মন্ত্রীর কাছে তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা শুনে খুশি হবেন যে, আপনাদের অসন্তোষ দূর করার উদ্যোগ নিয়েছি। মন্ত্রী আরও বলেন, শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন পুরোদমে চলছে।
×