ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ট্রাকবোঝাই চাল ছিনতাই ॥ চালক ও হেলপার আটক

প্রকাশিত: ১০:২৫, ২৮ মে ২০১৯

 বগুড়ায় ট্রাকবোঝাই চাল ছিনতাই ॥  চালক ও হেলপার  আটক

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ রবিবার রাতে বগুড়ার কাহালু উপজেলার তিনদিঘী এলাকায় এক চাল ব্যবসায়ীর ট্রাক বোঝাই চাল ছিনতাই হয়েছে। ট্রাকটি সকালে বগুড়ার শাজাহানপুর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বগুড়া সদরের নামুজা এলাকা থেকে চাল ঝোঝাই ট্রাক দুপচাঁচিয়া খাদ্য গুদামের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। পুলিশ এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। গ্রেফতাররা হলো- চালক সোহেল উদ্দিন, হেলপার জাকির হোসেন ও সোহাগ। ছিনতাই হওয়া চাালের মূল্য প্রায় ৯ লাখ টাকা। জানা যায়, উপজেলার চাল ব্যবসায়ী ও মিলার শাহিনুর আলম বগুড়া সদরের নামুজা এলাকার একটি অটোরাইস মিল থেকে ২৫ মেট্রিক চাল নেন। তার দাবি, নিজের মিল নষ্ট থাকায় তিনি অন্য মিল থেকে ধান ভেঙ্গে চাল নিয়ে খাদ্য গুদামে সরবরাহের জন্য নিজের মিলে নিচ্ছিলেন। তবে সূত্র জানায়, চালগুলো নামুজার মিল থেকে খাদ্য গুদামে সরবরাহের উদ্দেশে নেয়া হচ্ছিল। পথে রাত ১০ টার দিকে বগুড়ার কাহালু উপজেলার তিনদিঘী কাউরা বাজার এলাকায় চাল বোঝাই ট্রাক ছিনতাই হয়। দুর্বৃত্তরা ট্রাক থামিয়ে এর চালক ও হেলপারকে বেঁধে চাল বোঝাই ট্রাক ছিনতাই করে।
×