ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাকসাম পৌরসভার ২শ’ ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ১০:২৫, ২৮ মে ২০১৯

 লাকসাম  পৌরসভার  ২শ’ ৪০ কোটি  টাকার বাজেট  ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ২৭ মে ॥ লাকসাম পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরের প্রায় ২শ’ ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর কার্যালয়ের হলরুমে মেয়র অধ্যাপক আবুল খায়ের এক সংবাদ সম্মেলনে সোমবার এ বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর সচিব মোঃ আলাউদ্দিন, পৌর প্যানেল মেয়র মোঃ বাহার উদ্দিন, কাউন্সিলর আবদুল আলীম দিদার, আফতাব উল্যাহ চৌধুরী ঝন্টু, শাহজাহান মজুমদার, মোহাম্মদ উল্যাহ, গোলাম কিবরিয়া সুমন, মহিলা কাউন্সিলর মোশফেকা আলম মিতা, নাছিমা সুলতানা, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আখতার হোসেন, নির্বাহী প্রকৌশলী এটিএম মহি উদ্দিন খন্দকার। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২শ’ ৩৯ কোটি ৮২লাখ ৮৩ হাজার ৩৪০টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ২শ’ ৩৮ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ২২ লাখ ৮ হাজার ৩শ’ ৪০ টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৭ কোটি ৯৯ লাখ ৫৪ হাজার ৮শ’ ১৪ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৬০ হাজার টাকা, রাজস্ব উদ্বৃত্ত ৯৮ লাখ ৯৪ হাজার ৮শ’ ১৪ টাকা, সরকার অন্যান্য প্রকল্প খাতে উন্নয়ন আয় ২শ’ ২০ কোটি ২১ লাখ ৮ হাজার ৯শ’ ২৩ টাকা এবং ব্যয় ২শ’ ২০ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকা। এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপির নির্দেশনায় বাংলাদেশ সরকারের পাইলট প্রকল্প হিসেবে একমাত্র লাকসাম পৌরসভাকে স্মার্ট সিটি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবারের বাজেটে সর্বোচ্চ রাস্তাঘাট নির্মাণে ৪৬ কোটি টাকা, ব্রিজ ও কালভার্ট নির্মাণে ৪০ কোটি টাকা এবং পৌরসভার নগর উন্নয়ন প্রকল্প খাতে সর্বোচ্চ ৫০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।
×