ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধার নির্মাণাধীন মার্কেট ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

প্রকাশিত: ১০:২৫, ২৮ মে ২০১৯

 কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধার  নির্মাণাধীন মার্কেট ভেঙ্গে দিল  সন্ত্রাসীরা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৭ মে ॥ কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মিয়ার নির্মাণাধীন মার্কেটের একাংশ ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। রবিবার সন্ধ্যায় শুভাঢ্যা ইউনিয়নের চরকুতুব এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা সেখানে রাখা রড, সিমেন্টসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক সালাউদ্দিন মিয়ার ছেলে সোহরা উদ্দিন। জানা যায়, চরকুতুব এলাকায় পৈত্রিক বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন সালাউদ্দিন মিয়া। বাড়ির পাশেই তার ও ছোট ভাই আলাউদ্দিন মিয়ার ৪ শতাংশ জমি রয়েছে, যা তারা ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে মার্কেট নির্মাণের কাজ শুরু করেন তারা। সালাউদ্দিন মিয়া জানান, ওই জমিটি দখলের জন্য একটি ভূমিদস্যু চক্র চেষ্টা করে আসছিল। জীবননাশ সহ নানা হুমকি দিচ্ছিল। এ কারণে তিনি সাধারণ ডায়েরিও করেছেন। কিন্তু তারপরও সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার নির্মাণাধীন মার্কেট ভেঙ্গে দিয়েছে। শ্রমিকদের মারধর করে ২০ বস্তা সিমেন্ট, ২০ হাজার টাকার লোহার রডসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।
×