ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ২ ভাইসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:২৩, ২৮ মে ২০১৯

 টাঙ্গাইলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ২ ভাইসহ ৩ জনের  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৭ মে ॥ সদর উপজেলার কাতুলী ও হুগড়াতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে একজন। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার কাতুলী ইউনিয়নের আব্দুল্লাহ পাড়া ও হুগড়া ইউনিয়নের হুগড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো- দুই চাচাতো ভাই আব্দুলের ছেলে ছাদেক হোসেন (১৬) এবং হালেমের ছেলে পারভেজ (১৮), এছাড়া কৃষক সোনা উল্লাহ (৬০)। এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যায় ছাদেক হোসেন মাছ ধরার জন্য বাড়ির পাশে নদীতে যায়। নদীর পাড়ে নামতেই ছিড়ে থাকা বিদ্যুতের তারে আটকে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়েন। পরে ছাদেক ডাকচিৎকার করলে তার চাচাতো ভাই পারভেজ তাকে উদ্ধার করতে গিয়ে সেও বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। কিছু দিন পূর্বে ঝড় ও বৃষ্টিপাতের সময় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে নদীর পাড়ে পড়ে ছিল। সেই ছেঁড়া তারে জড়িয়েই বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। অপরদিকে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের হুগড়া গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সোনা উল্লাহ (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সোহরাব আলী মোল্লা (৩৮) আহত হয়। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বলেন, বাড়ির পল্লী বিদ্যুতের লাইনের তারে প্রথমে সোনা উল্লাহ হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×