ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাঁচা আম পাড়তে গিয়ে জেলে

প্রকাশিত: ১০:২২, ২৮ মে ২০১৯

 কাঁচা আম পাড়তে গিয়ে জেলে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলা প্রশাসনের দেয়া নির্ধারিত সময়সীমার আগে নিজ বাগানের কাঁচা আম পাড়তে গিয়ে জেলে গেলেন ৫৫ বছরের কৃষক জয়নাল আবেদিন। তাকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে চারদিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে। এ সময় দশমণ কাঁচা আম্রপালি জাতের আম জব্দ করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন জানান, জয়নাল তার বাগান থেকে সোমবার সকালে বিপুল পরিমাণ কাঁচা আম্রপালি জাতের আম পেড়ে তা ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠিয়েছেন এমন খবর পেয়ে তিনি সেখানে পৌঁছে তাকে আবারও কাঁচা আম পাড়তে দেখেন।
×