ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই সন্তানকে কীটনাশক খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা

প্রকাশিত: ১০:২১, ২৮ মে ২০১৯

 দুই সন্তানকে কীটনাশক  খাইয়ে হত্যার পর মায়ের  আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ দুই সন্তানকে কীটনাশক খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেন মা নিজেও। মৃতরা হলেন শরিফা খাতুন (১১) শিশুপুত্র সোহান হোসেন (৪) ও মা হামিদা খাতুন (৩৫)। ঘটনাটি ঘটে রবিবার রাতে যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়ীয়া-দীঘা গ্রামে। মৃত্যুর স্বীকার ৩ জনই হলেন ওই গ্রামের হতদরিদ্র চা দোকানি ইব্রাহিমের স্ত্রী, কন্যা ও শিশু পুত্র। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে মরদেহ ৩টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মসিউর রহমান বলেন, হত্যা বা আত্মহত্যা এটা ময়নাতদন্তের রিপোর্টের ওপর নির্ভর করবে। স্থানীয়ভাবে যতদূর জানা যায় তারা বিষ জাতীয় ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। দীর্ঘদিন ধরে হয়তো তারা শ্বশুর-শাশুড়ির কাছে নির্যাতিত হচ্ছিল। যেকারণে মনের কষ্টে একাজ করেছে। এদিকে কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিংকু আহম্মেদ বলেন, ইউনিয়ন পরিষদের সামনেই তাদের বাড়ি; কিন্তু মেয়েটিকে তিনি কোনদিন দেখেননি। এমনকি তার কাছে কখনো অভিযোগও আসেনি শ্বশুর-শাশুড়ি তার ওপর নির্যাতন চালায়। প্রতিবেশী ও স্বজনেরা জানান, মেয়েটির সঙ্গে তার শ্বশুর শাশুড়ির প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকত। যার কারণে অত্যাচার সহ্য করতে না পেরে মনের কষ্টে প্রথমে তার দুই সন্তানকে বিষ ট্যাবলেট খাইয়ে পরবর্তীতে নিজেও আত্মহত্যা করেছে। এ ঘটনায় নিহতের শাশুড়ি মরিয়ম শ্বশুর আরাফাত ও প্রতিবেশী সিদ্দিককে আটক করেছে পুলিশ।
×