ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিচু বাগানের বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১০:২০, ২৮ মে ২০১৯

 লিচু বাগানের বৈদ্যুতিক  ফাঁদে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চোর ধরার জন্য লিচুবাগানে পাতা ফাঁদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বাঘা উপজেলার ঝিনা মিস্ত্রিপাড়া গ্রামে রবিবার রাতে। সোমবার সকালে বাঘা থানার পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের নাম সাইদুল ইসলাম (২২)। তার বাবার নাম জামরুল ইসলাম। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। মাঝে মধ্যে দিনমজুর হিসেবেও কাজ করতেন। বাগান মালিকের নাম তহির উদ্দিন। মালিকের কাছে থেকে তার ভাতিজা আবু সুফিয়ান ৬ হাজার টাকার চুক্তিতে লিচু বাগানটি ইজারা নেন। বাগানে ১০-১২টি লিচু গাছ রয়েছে। বাগানের পাশে আবু সুফিয়ানের চাচা আকবর হোসেনের বাড়ি। ওই বাড়ি থেকে বিদ্যুত সংযোগ নিয়ে বাঁশের সঙ্গে উন্মুক্ত তার জড়িয়ে চোর ধরার ফাঁদ তৈরি করা হয়েছিল। জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে একজন ভ্যানচালক বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সাইদুলকে ছটফট করতে দেখে চিৎকার করেন। তখন বাগান মালিকরা বিদ্যুত সংযোগ বন্ধ করে পালিয়ে যান। সাইদুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার স্থানীয় বাজারে যাওয়ার নাম করে সাইদুল বাড়ি থেকে বের হয়। তার বাড়ি ফিরতে দেরি দেখে তাঁর স্ত্রী সিমা খাতুন বিভিন্ন স্থানে খোঁজ করে পানিনি। সাইদুল ইসলামের মামা আশরাফুল ইসলাম দাবি করেন, লিচুর বাগানের মালিক তহির উদ্দিন, আকবর হোসেন ও আবু সুফিয়ান পরিকল্পিতভাবে হত্যা করে তার ভাগ্নেকে বাগানের মধ্যে ফেলে চলে যায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। এদিকে সাইদুল ইসলামের মৃত্যুর খবর জানার পর থেকে তার মা সাহারা বেগম ও স্ত্রী সিমা খাতুন কথা বলতে পারছেন না। ছয় মাস আগে সাইদুলের বিয়ে হয়েছে।
×