ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই লিচু ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১০:১৯, ২৮ মে ২০১৯

 দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই লিচু ব্যবসায়ী  নিহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই লিচু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের কাউগাঁ বকুলতলার ঢাকা অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার বনতাড়া এলাকার আমিজ আলী (৩৫) ও চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকার কিতাব উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৬০)। জানা গেছে ভোরে চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় বাগানে লিচু ভেঙ্গে চার্জার ভ্যানে উঠিয়ে দেন আমিজ ও সামাদ। মোটরসাইকেলে তারা দিনাজপুর শহরের কালিতলা লিচু বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কাউগাঁ বকুলতলা ঢাকা অটোরাইস মিলের সামনে ফুলবাড়ীগামী একটি মালবোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা। . মাগুরায় চালক ও হেলপার নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নইম খান ( ২৮) ও শাহাদত হোসেন ( ২৬) নামে চালক ও হেলপার নিহত এবং অপর দুইজন আহত হয়েছে। নিহত নইম খান ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী এলাকার মুক্তার খানের ছেলে এবং শাহাদত মুন্সীগঞ্জের শাহাজান খানের ছেলে। . চট্টগ্রামে মোটরবাইক আরোহী- স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার ফুলকলি কারখানার সামনে ট্রাকচাপায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ইয়াছিন আরাফাত রুবেল (৩৫) লক্ষ্মীপুর জেলার চন্দ্রনগরের আলী হোসেনের পুত্র। রবিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। . শ্রীপুরে দিনমজুর স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে সোমবার এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম ফখরুল ইসলাম (২৫)। সে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ইছাইল বেপারীপাড়া গ্রামের মৃত আরফান আলীর ছেলে। জানা গেছে, গাজীপুরে ভাড়া বাসায় থেকে কোকাকোলা বহনকারী একটি গাড়িতে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে ফখরুল। সে সোমবার বেলা ১১টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (ইয়াসমিন স্পিনিং) কারখানার সামনে চলন্ত গাড়ি থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর পড়ে যায়। এ সময় ওই গাড়ির পেছনে থাকা একইদিকে অপর একটি গাড়ি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফখরুল নিহত হয়।
×