ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা পুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদ

প্রকাশিত: ১০:১৭, ২৮ মে ২০১৯

 মাদ্রাসা পুড়িয়ে  দেয়ার হুমকির  প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৭ মে ॥ আগুন দিয়ে মাদ্রাসা ও মসজিদ পুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কুয়াকাটা খানকায়ে রশিদিয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে এ মানববন্ধন করে এলাকার মুসল্লিরা, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ ভূইয়া, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি জসিম উদ্দিন বাবুল ভূইয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শহীদ দেওয়ান, ভূইয়া মার্কেটের সভাপতি নিজাম উদ্দিন ও মসজিদের ইমাম আবদুর রহমান। বক্তারা মাদ্রাসা-মসজিদ পুড়িয়ে দেয়ার হুমকিদাতা জাহাঙ্গীর শেখের সর্বোচ্চ শাস্তি ও বিচার দাবি করেন। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খানকায়ে রশিদিয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার জমি ওয়ারিশ সূত্রে পাওয়ার দাবি তুলে স্থানীয় জাহাঙ্গীর শেখ মাদ্রাসা ও মসজিদের নির্মাণ কাজে বাধাসহ পুড়িয়ে দেয়ার হুমকি দেয়।
×