ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে ব্যস্ত সময় পার করছেন দর্জি কারিগররা

প্রকাশিত: ১০:১৫, ২৮ মে ২০১৯

 মীরসরাইয়ে ব্যস্ত সময় পার  করছেন দর্জি কারিগররা

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম, ২৭ মে ॥ ঈদকে ঘিরে চলছে দর্জি কারিগরদের মেশিনের অবিরত গড়গড় শব্দ। কর্মব্যস্ত নারী-পুরুষ একের পর এক সেলাই করে চলেছেন নতুন পোশাক। ঈদ সামনে রেখে ধনী-গরিব সবাই ব্যস্ত হয়ে পড়েছেন তাদের নতুন পোশাকের সন্ধানে। তাদের চাহিদা যোগান দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্জিরা। নারী-পুরুষ ভিড় জমাচ্ছেন নামীদামী টেইলার্সগুলোতে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরিতে মেতে উঠেছেন তারা। কাজের চাপে নির্ঘুম রাত কাটাচ্ছেন দর্জিরা। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দর্জি কারিগররা। সরেজমিনে দেখা যায়, জোরারগঞ্জের শুভ টেইলার্স, বারইয়ারহাটের ফেমাস টেইলার্স, সেঞ্চুরী টেইলার্স, সবুজ টেইলার্স, মীরসরাইয়ের নিতুল টেইলার্স, প্রিয়াঙ্কা টেইলার্স, মিঠাছড়ার আলফা, সানমুন, মজুমদার টেইলার্স, বড়দারোগারহাটের এলিগেন্স টেইলার্সের কারিগররা নরনারীদের পোশাক তৈরিতে চরম ব্যস্ত সময় পার করছে। জোরারগঞ্জে শুভ টেইলার্সের স্বত্বাধিকারী সূর্য্য নাথ জানান, যারা একটু ভিন্ন ডিজাইন আর ফিটিং পোশাক পছন্দ করেন তারাই মূলত টেইলার্সে আসেন। শব-ই-বরাতের পর থেকে শুরু হয়েছে অর্ডার নেয়ার কাজ। এই কাজ চলবে চাঁদরাত পর্যন্ত। আর তাই দম ফেলার সময় নেই কারিগরদের। ইসলামী ব্যাংক কর্মকর্তা সানা উল্ল্যাহ নিজামী নামের এক গ্রাহক জানান, ছোটবেলা থেকেই তিনি তৈরি করা শার্ট প্যান্ট পরেন। প্রতিবছর তিন থেকে চার সেট পোশাক বানাতে হয় তার। ব্যতিক্রম হয়নি এবারের ঈদেও।
×