ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ঘন ঘন বিদ্যুত বিভ্রাট

প্রকাশিত: ১০:১৪, ২৮ মে ২০১৯

 গাইবান্ধায় ঘন ঘন বিদ্যুত  বিভ্রাট

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৭ মে ॥ গাইবান্ধায় রমজান মাসেও চলমান তাপ প্রবাহের এ সময়টিতে ঘন ঘন বিদ্যুত বিভ্রাটে জনজীবনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তদুপরি বিদ্যুত বিভ্রাটের কারণে ব্যবসায়ী এবং ক্রেতাদের ঈদের বেচাকেনা দারুণভাবে ব্যাহত হচ্ছে। দিনে ও রাতে এই বিদ্যুত বিভ্রাট অব্যাহত থাকছে। তদুপরি আকাশে মেঘ জমলে এবং সামান্য বৃষ্টি বাতাসেই গাইবান্ধায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকছে। একবার বন্ধ হলে পুনরায় আবার এক থেকে দেড় ঘণ্টা পর বিদ্যুত সরবরাহ চালু হয়। আবার কখনও ১৫ থেকে ৩০ মিনিট পরেই বিদ্যুত ফিরে আসে। দিন এবং রাতে ২৪ ঘণ্টায় এ অবস্থা চলতে থাকে প্রতিদিন গড়ে কমপক্ষে ৭ থেকে ১০ বার। রমজানের আগে ইরি-বোরো মৌসুমে এ অবস্থা ছিল আরও প্রকট। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) বিদ্যুত উন্নয়ন বোর্ডের কাছে দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যুত সরবরাহের কোন উন্নতি হচ্ছে না। পূর্বে গাইবান্ধা শহর এলাকাটি একটি ফিডারের আওতায় অন্তর্ভুক্ত থাকলেও এখন গোটা শহরটিতে রেল লাইনকে কেন্দ্র করে পূর্বদিকে ডিভিশন-১ পূর্বাঞ্চল এবং পশ্চিম দিকে ডিভিশন-২ পশ্চিমাঞ্চল এ দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। দু’জন নির্বাহী প্রকৌশলীর আওতায় পৃথক ব্যবস্থাপনায় এ দুটি ডিভিশনকে সম্পূর্ণ আলাদা করা হয়েছে। এতে জেলা শহরের বিদ্যুত সরবরাহ ব্যবস্থা উন্নতি তো হয়নি বরং আরও অবনতি হয়েছে। বিদ্যুত অফিসে অভিযোগ কেন্দ্র থাকলেও সেখানে টেলিফোন করে গ্রাহকদের টেলিফোন রিসিভ করা হয় না। এছাড়া বিদ্যুত বিলের ক্ষেত্রেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। দেশে বিদ্যুত সরবরাহ ব্যবস্থা উন্নতি হলেও গাইবান্ধায় বিদ্যুতের কেন এই বেহাল অবস্থা আর কেনই বা ঘন ঘন বিদ্যুত বিভ্রাট হয় তার কোন সদুত্তর গাইবান্ধা নেসকো কর্তৃপক্ষ দিতে পারেননি।
×