ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আত্মবিশ্বাসী ট্রেন্ট বোল্ট

প্রকাশিত: ১০:০৫, ২৮ মে ২০১৯

 আত্মবিশ্বাসী ট্রেন্ট  বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের আগমুহূর্তে বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছেন ট্রেন্ট বোল্ট। ওভালে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের জয়ে তার অবদান ৩৩ রানে ৪ উইকেট। এটা তারজন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ইংল্যান্ডের নিষ্প্রাণ উইকেট নিয়ে যে আলোচনা চলছে তারই মধ্যে ম্যাচে বাঁহাতি পেসার যে সুইং পেয়েছেন, সেটাও তার দলের জন্য স্বস্তিদায়ক। ১ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু কিউইদের। বল কিছুটা হলেও সুইং করছে সেটা দেখেই আমি খুশি। আশা করছি ইংল্যান্ডের অন্যান্য পিচ থেকেও সামান্য হলেও সেই সুবিধা পাব। আমার কাছে এই বিশ্বকাপ বড় চ্যালেঞ্জ হতে চলেছে। বিশ্বকাপে তিনি পাশে পাচ্ছেন টিম সাউদি, লুকি ফার্গুসন এবং ম্যাট হেনরিকে। এছাড়া মিডিয়াম পেসার অলরাউন্ডার হিসেবে থাকছেন জিমি নিশাম এবং কলিন ডি গ্র্যান্ডহোমকে। বোল্ট বলেন, বিশ্বকাপের সময়ে উইকেট কি ধরনের আচরণ করবে সেটা আমরা জানি না।
×