ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তামিমের বিশ্বকাপ দলে সাকিব

প্রকাশিত: ১০:০৫, ২৮ মে ২০১৯

 তামিমের বিশ্বকাপ দলে সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ এই মুহূর্তে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডে অবস্থান করছে। মাত্র ২ দিন পরেই শুরু হবে এই ক্রিকেট মহাযজ্ঞ। আজ নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। টাইগারদের বিশ্বকাপ মিশনে অন্যতম অপরিহার্য ক্রিকেটার ওপেনার তামিম ইকবাল। তিনি চূড়ান্ত লড়াইয়ে নামার আগে নিজের পছন্দমাফিক সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ গঠন করেছেন। আর সেই একাদশে তামিম রেখেছেন নিজের সতীর্থ ও বন্ধু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে গঠিত তার একাদশে সাকিবই একমাত্র বাংলাদেশী ক্রিকেটার। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রকাশিত এক ভিডিও বার্তায় বিশ্বকাপে নিজের পছন্দের একাদশ ঘোষণা করেন তামিম। তামিমের একাদশে একমাত্র বাংলাদেশী সাকিবই। তার পছন্দের বিশ্বকাপ একাদশে নেতৃত্বে থাকছেন ভারতকে ২৮ বছর অপেক্ষার পর দ্বিতীয় বিশ্বকাপ জেতানো অধিনায়ক ধোনি। উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনি ছাড়াও তিনজন ভারতীয় ব্যাটসম্যান আছেন তামিমের একাদশে। টপঅর্ডারে ভারতীয়দের ওপরেই আস্থা রেখেছেন তিনি। সাকিবের পাশাপাশি পেস অলরাউন্ডার হিসেবে দক্ষিণ আফ্রিকার তারকা জ্যাক ক্যালিস জায়গা পেয়েছেন। অবশ্য উদ্বোধনী জুটিতে থাকছেন ভারতের দুই গ্রেট বীরেন্দ্র শেহবাগ এবং ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকর। তিন নম্বরে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে রেখেছেন তামিম। বোলিং বিভাগের নেতৃত্বে থাকছেন পাক কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম। তার সঙ্গে থাকবেন গতি তারকা শোয়েব আখতার। এ দু’জনের সঙ্গে অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রাকে রেখেছেন তামিম। একমাত্র জেনুইন স্পিনার হিসেবে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরন। ধোনির নেতৃত্বে দলটিতে রিকি পন্টিও আছেন। অস্ট্রেলিয়ার হয়ে দুই বিশ্বকাপ জিতেছেন ‘পান্টার’ খ্যাত পন্টিং। কিন্তু মাথা ঠান্ডা রেখে দলকে নেতৃত্ব দেয়ার অসামান্য ক্ষমতার জন্য ধোনিকেই অধিনায়ক হিসেবে পছন্দ করেছেন তামিম। তামিমের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ ॥ শচীন টেন্ডুলকর (ভারত), বীরেন্দ্র শেহবাগ (ভারত), বিরাট কোহলি (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), শোয়েব আখতার (পাকিস্তান), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ও মুত্তিয়া মুরলিধরন (শ্রীলঙ্কা)।
×