ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মনে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা তৈরি ॥ টেইলর

প্রকাশিত: ১০:০১, ২৮ মে ২০১৯

 মনে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা তৈরি ॥ টেইলর

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে জয়ে ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান রস টেইলর। তিনি বলেছেন, এই ধরনের প্রস্তুতি ম্যাচে প্রয়োজনীয় বিষয়গুলো দেখে নিতে হবে। মিডলঅর্ডার সব ব্যাটসম্যানদের কাছেই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের বড় মঞ্চে ভারতের বিরুদ্ধে এই জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস এনে দেবে। এই রকম সহজ জয়ের পর মনে হচ্ছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা তৈরি। আয়োজক দেশ ইংল্যান্ডকেই অবশ্য অন্যতম ফেবারিট হিসেবে ধরছেন রস টেইলর। মাঠের পরিবেশ যেহেতু নখদর্পণে, তাই ইংল্যান্ড বাড়তি সুবিধা পাবে বলে মনে করছেন তিনি। যেমন ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ড পেয়েছিল। গ্রুপ লীগের ম্যাচসহ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ঘরের মাঠে খেলে ফাইনালে পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। ফাইনালে অবশ্য শেষরক্ষা হয়নি। মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারতে হয়েছিল কিউইদের। পরিবেশের জন্যই ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন টেইলর। তিনি বলেছেন, ইংল্যান্ডের ক্রিকেটাররা পরিবেশ সম্পর্কে দারুণ ওয়াকিবহাল। এই কারণেই ওরা ফেবারিট। তবে শুধু পরিবেশের সুবিধা থাকলেই হবে না ভাল ক্রিকেটও খেলতে হবে। আমরাও কিন্তু সেমিফাইনাল, ফাইনালের কথা ভাবছি। যদি শুরুটা ভাল হয়, আর সেটা যদি ধরে রাখতে পারি, সেমিফাইনালে পৌঁছাতে অসুবিধা হবে না। ট্রেন্ট বোল্টের দাপটে ভেঙ্গে পড়েছিল ভারতের টপঅর্ডার। বাইশ গজের আচরণে খুশি এই কিউই পেস বোলার। বোল্ট বলেন, উইকেটে বল সুইং করছে এটা দারুণ ব্যাপার। সব জায়গায় এই রকম উইকেট থাকলে বেশ ভাল হতো। কয়েকটা উইকেট ভাল হলেও অন্য উইকেটগুলো ফ্ল্যাট। উইকেটে বল সুইং না করলে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তার কথায় বল সুইং না করলে উইকেট পাব কেমন করে? শুরুর দিকে উইকেট তুলতে না পারলে তো দল সমস্যায় পড়ে যাবে। টপঅর্ডারে যদি দ্রুত উইকেট তুলে নিতে পারি তাহলে প্রতিপক্ষ চাপে পড়ে যাবে। আমার কাছে এটাই প্রাথম লক্ষ্য। তাই উইকেট থেকে যতটা সম্ভব সুইং আদায় করে নিতে হবে। ২০১৫ বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট তুলে নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। এবারের বিশ্বকাপ তার কাছে বাড়তি চ্যালেঞ্জ। কারণ গত বিশ্বকাপের মতো এবার ইংল্যান্ডের উইকেট থেকে ততটা সুইং পাবেন না। বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তায় ট্রেন্ট বোল্ট। ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ায় দল বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে বলে মনে করছেন তিনি।
×