ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধের ঝুঁকি

ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরাকী নেতারা

প্রকাশিত: ০৯:৫২, ২৮ মে ২০১৯

 ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরাকী নেতারা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের ইরাক সফরকালে সেদেশের নেতারা তাকে যুদ্ধের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চরম উত্তেজনার কারণে তারা যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করলেন। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত দেড় হাজার সৈন্য মোতায়েনে ওয়াশিংটনের সিদ্ধান্তের পর প্রতিবেশী দেশ ইরাক সফরে যান জারিফ। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আলী আল-হাকিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জারিফ বলেন, ‘আমরা বর্তমানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এড়াতে সার্বিক চেষ্টা চালাচ্ছি। সেটা হোক অর্থনৈতিক বা সামরিক যুদ্ধ।’ ইরাকের পক্ষ থেকে হাকিম বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশী দেশ ইরানের পাশে রয়েছি। তিনি বলেন, তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কোন প্রয়োজন নেই। কারণ এতে ইরানের জনগণের অনেক ভোগান্তি হচ্ছে।’ -এএফপি
×