ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চুক্তিহীন ব্রেক্সিট সমর্থক প্রধানমন্ত্রীকে অপসারণ করা হবে

প্রকাশিত: ০৯:৫১, ২৮ মে ২০১৯

 চুক্তিহীন ব্রেক্সিট সমর্থক প্রধানমন্ত্রীকে অপসারণ করা হবে

ব্রিটেনে কনজারভেটিভ পার্টির এমপি বরিস জনসন ও ডমিনিক রাব সতর্কতা উচ্চারণ করে বলেছেন, কোন প্রধানমন্ত্রী চুক্তিহীন ব্রেক্সিট কার্যকর করতে চাইলে তাকে অপসারণে প্রস্তুত রয়েছেন টোরি এমপিরা। শীর্ষস্থানীয় টোরি এমপিদের এ উক্তি একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা সৃষ্টি করবে। ইউরোপীয় নির্বাচনে নাইজেল ফারাজের প্রতি সমর্থন বৃদ্ধির জবাবে নেতৃত্বের আশাবাদ ডানদিকে মোড় নেবে এমন আশঙ্কার মধ্যে তারা এ কথা বলেন। -খবর গার্ডিয়ান অনলাইনের। অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের নেতৃত্বে বেশ কয়েক সিনিয়র কনজারভেটিভ সদস্য প্রধানমন্ত্রীর পদপ্রার্থীদের একটি পরিমিত বার্তা দিচ্ছেন যে, অনেক টোরি এমপি চুক্তিহীন ব্রেক্সিট বন্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছেন। হ্যামন্ড বলেন, কোন প্রধানমন্ত্রী পার্লামেন্টের অনুমোদন ছাড়া কোন চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়নের উদ্যোগ নিলে তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা খুবই দুঃসাধ্য হবে। অথচ তিনি তার নিজের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়ার উদ্দেশে কয়েকবার তার হুয়িপ-কর্তৃত্ব প্রত্যাহার প্রত্যাখ্যান করেছেন। মধ্যপন্থী টোরিদের আশঙ্কা রয়েছে যে, প্রধানমন্ত্রীত্বের জন্য ঘোষিত ৮ প্রার্থীর মধ্যে অনেকেই কনজারভেটিভ পদের সমর্থনে কট্টর ব্রেক্সিট অবস্থান গ্রহণ করবেন। নেতৃত্বের আশাবাদ ফারাজের ব্রেক্সিট সমর্থকদের সমর্থন ফিরে পাওয়ার জন্য প্রকট হয়েও ওঠবে। প্রধান প্রার্থী জনসন ও রাব- দুজনই বলেছেন, তারা চুক্তিসহ বা চুক্তিহীনভাবে অক্টোবরের শেষ নাগাদ ব্রেক্সিট বাস্তবায়ন করবেন। কারণ তারা এ প্রতিদ্বন্দ্বিতার কট্টর ব্রেক্সিট অবস্থানে রয়েছেন। রাব এমনকি প্রস্তাব রেখেছেন ব্রেক্সিট কার্যকরের লক্ষ্যে পার্লামেন্টের মতামত উপেক্ষা করে হলেও তাতে প্রস্তুতি রয়েছে তার। চুক্তিহীন ব্রেক্সিট বা তারিখ পেছানোর সমর্থনের বিরুদ্ধে পার্লামেন্টে আইন প্রণয়ন এখন অত্যন্ত কঠিন যদি না একজন প্রত্যয়ী প্রধানমন্ত্রী যে বিষয়ে সম্মত না হন এবং আমিতো হবই না। অন্যদিকে পরিবেশ বিষয়ক মন্ত্রী মাইকেল গোভ ব্রেক্সিট সমর্থক হিসেবে নিজেকে সরিয়ে রাখছেন। তিনি দলকে ঐক্যে রাখার জন্য চুক্তি বিষয়ে আরও আপোসে ইচ্ছুক। তিনি বারবার প্রধানমন্ত্রী হিসেবে তার প্রার্থিতা ঘোষণা করেন। তিনি বলেন, যারা ব্রেক্সিটে বিশ্বাসী এবং যারা ব্রাসেলসের সঙ্গে একটি ভাল চুক্তির জন্য আলোচনা করতে চান। এ দুপক্ষেরই প্রার্থী তিনি। গোভ এখনও বলছেন, তার প্রস্তুতিতে চুক্তিহীন ব্রেক্সিট নেই। কিন্তু তিনি অক্টোবরের শেষ নাগাদ চূড়ান্ত সময়সীমার বাইরে যাবেন না।
×