ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাঠমান্ডুতে তিন দফা বিস্ফোরণে নিহত ৪

প্রকাশিত: ০৯:৫১, ২৮ মে ২০১৯

 কাঠমান্ডুতে তিন দফা বিস্ফোরণে  নিহত ৪

নেপালের রাজধানী কাঠমান্ডুতে তিনটি পৃথক বিস্ফোরণে চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। রবিবারের এসব বিস্ফোরণ মাওবাদীদের দলছুট একটি গোষ্ঠী ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। পুলিশ কর্মকর্তা শ্যাম লাল গাওয়ালি বলেছেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। খবর ওয়েবসাইট। বিস্ফোরণগুলো কী ধরনের ছিল তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। নগরীর কেন্দ্রস্থলের ঘাটিকুলো আবাসিক এলাকায় একটি বাড়ির ভেতরে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন। ঘটনাস্থলে এলাকাটির বাসিন্দা ১৭ বছর বয়সী শিক্ষার্থী গোবিন্দ ভান্ডারি রয়টার্সকে বলেছেন, বড় ধরনের গোলমালের শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখি বিস্ফোরণের ধাক্কায় একটি বাড়ির দেয়ালে অনেক ফাটল ধরেছে। শহরতলীর সুকেধারা এলাকার একটি সেলুনের সামনে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে, এতে তিনজন নিহত হন। তৃতীয় বিস্ফোরণটি ঘটে কাঠমান্ডুর থানকোট এলাকায় একটি ইটভাঁটির কাছে। এখানে দুইজন আহত হন বলে জানিয়েছে পুলিশ। আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বিতীয় বিস্ফোরণস্থলে উপস্থিত রয়টার্সের এক ফটোসাংবাদিক জানিয়েছেন, বিস্ফোরণে সেলুনটির দরজা-জানালা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং সেনাবাহিনী ওই এলাকাটি সিল করে দিয়েছে। পুলিশ কর্মকর্তা গাওয়ালি জানিয়েছেন, সাবেক মাওবাদী বিদ্রোহীদের দলছুট একটি অংশ তাদের কর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়েছে।
×