ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে নামমাত্র সূচকের উত্থান

প্রকাশিত: ০৯:৪৩, ২৮ মে ২০১৯

শেয়ারবাজারে নামমাত্র সূচকের উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোমবার সূচকের নামমাত্র উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এই দিনে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কিছুটা বেড়েছে। রমজানের ৯ দিনের শেয়ারবাজার বন্ধের চার কার্যদিবস আগে শেয়ার বিক্রির চাপ থাকায় এই পতন ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের মতে, সোম ও মঙ্গলবার বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ার বিক্রি করে টাকা উত্তোলন সম্ভব। যার কারণে অনেকেই মুনাফা না থাকলেও বিশেষ প্রয়োজনে শেয়ারের বিক্রির চাপ বাড়িয়েছেন। ফলে বেশিরভাগ কোম্পানির দর কমেছে। তবে ব্যাংক খাতের কোম্পানিগুলোর দর বৃদ্ধির কারণে সূচকের ইতিবাচক প্রবণতা বজায় ছিল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮২৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৪৪ লাখ টাকা। যা আগের দিন থেকে ১৩ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩২৮ কোটি টাকার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭ কোম্পানির মধ্যে ১০৭টির বা ৩১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৭৫টি বা ৫০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি বা ১৯ শতাংশ কোম্পানির। টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এদিন কোম্পানিটির ২০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংসের ১৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। সার্বিক লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন ক্যাবল, উত্তরা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিক, রানার অটোমোবাইল এবং ফরচুন সুজ। এদিকে ডিএসই লেনদেনে অংশ নেয়া ৩১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। জানা গেছে, রবিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ২০০.৫০ টাকায়। সোমবার লেনদেন শেষে এর দর দাঁড়ায় ২১৮ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১৭.৫০ টাকা বা ৮.৭২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে। এই তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকের ৮.৫২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৬.২১ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৫.২৬ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৭ শতাংশ, বে লিজিংয়ের ৪.২১ শতাংশ, কে এ্যান্ড কিউয়ের ৪.১৫ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৩.৯৫ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৭৮ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৪ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। আজ ১৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×