ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ৩‘শ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত: ০৯:৪৩, ২৭ মে ২০১৯

মাদারীপুরে ৩‘শ বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে ৩‘শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ভোরে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে ডিবি পুলিশের দাবি এ ঘটনায় কেউকে আটক করা সম্ভব হয়নি। গোয়েন্দা পুলিশের একটি সুত্রে জানা গেছে, রবিবার সকালে সদর থানার পুলিশ কালাইমারা এলাকার অভিযান চালিয়ে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় রাকির সরদার নামে এক যুবককে গ্রেফতার কর হয়। রাকিবের অন্য ভাই রাজিব ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে পলাতক ছিলো। এমন তথ্যের ভিত্তিতে রাজিবের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় রাজিব। পরে তার বাড়ির পিছনে একটি ডোবা থেকে উদ্ধার করা হয় ৩‘শ বোতল ফেনসিডিল। যার ক্রয় মূল্য সাড়ে ৪ লাখ টাকা। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ‘রাকিব ও রাজিব দীর্ঘদিন ধরে ফেনসিডিল বেচাকেনা করছে। এ ঘটনায় দু‘জনের বিরুদ্ধেই মামলা হয়েছে। রাকিবকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। আর তাঁর ভাই রাজিবকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’
×