ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তামাকচাষীদের ১০ দফা দাবি

প্রকাশিত: ০৯:৪১, ২৮ মে ২০১৯

 তামাকচাষীদের ১০ দফা  দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ তামাকচাষীদের সুরক্ষায় সরকারী নীতিমালা, দেশীয় শিল্প রক্ষায় বিড়ির ওপর ধার্যকৃত শুল্ক কমানোসহ ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে তামাকচাষী ও ব্যবসায়ী সমিতি। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রংপুর তামাক ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর আলম তোতার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুম ফকির। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট তামাকচাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, রংপুর জেলার সভাপতি মুহবুব আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ অর্ধসহস্র্রাধিক তামাকচাষী ও ব্যবসায়ী। লিখিত বক্তব্যে তামাকচাষী ও ব্যবসায়ীরা দাবি করেন, দেশীয় শিল্প রক্ষার স্বার্থে বিড়ির ওপর সম্পূরক শুল্ক কমিয়ে ভারতে ন্যায় করতে হবে। বিড়ির দাম ১৫ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করতে হবে। দেশীয় শিল্প সুরক্ষার জন্য আইন করতে হবে। বিড়ির ওপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল করতে হবে। বঙ্গবন্ধুর চালুকৃত বিড়িকে অবিলম্বে কুটির শিল্প ঘোষণা করতে হবে। নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একীভূত করে সমমূল্যে করতে হবে। উচ্চস্তরের সিগারেটের মূল্য ও সম্পূরক শুল্ক অধিক হারে বৃদ্ধি করতে হবে। কোন সরকারী আমলা বিদেশী বহুজাতিক কোম্পানির ডাইরেক্টর পদে থাকতে পারবে না। দেশীয় শিল্প রক্ষার স্বার্থে বিদেশী বহুজাতিক কোম্পানি সিগারেটের ওপর অতিরিক্ত কর আরোপ করতে হবে। তামাকচাষীদের সুরক্ষার জন্য সরকারী নীতিমালা করতে হবে।
×