ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাখাওয়াত মানিকের ‘ট্যান্ডেস্টার’

প্রকাশিত: ০৯:৩৬, ২৮ মে ২০১৯

 সাখাওয়াত মানিকের ‘ট্যান্ডেস্টার’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ট্যান্ডেস্টার’ । রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সাখাওয়াত মানিক। নাটকে অভিনয় করেছেন আ খ ম. হাসান, এ্যানি খান, নজরুল রাজ প্রমুখ। ঈদে নাটকটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে গ্রামের দর্জি আ খ ম হাসান। বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তার একটা ট্যান্ডেস্টার ছিল। মুক্তিযুদ্ধের সময়কালীন এই ট্যান্ডেস্টারের মাধ্যমে তিনি গ্রামের মানুষদের মুক্তিযুদ্ধের সকল খবর জানাতো। একটা সময় পাকবাহিনী তা জানতে পারে। তাকে মারার জন্য ওনার বাড়িতে হামলা চালায়। কিন্তু তাকে না পেয়ে তার স্ত্রীকে পঙ্গু করে দেয়। সেই ট্যান্ডেস্টারটা স্মৃতি হিসেবে রেখে যায় তিনি। পরবর্তীতে ছেলে আ খ ম হাসানের একই কাজ করে। ট্যান্ডেস্টার দিয়ে খবর শুনে, আবহাওয়ার সংবাদ গ্রামের মানুষদের জানায়। তবে তার প্রভাব পড়ে নিজের পেশার ওপর। কারণ উনি এই ট্যান্ডেস্টারে এতই মনোযোগী থাকেন যে যার কারণে কারো জামা-কাপড় ঠিকভাবে বানাতে পারেন না। কারো শার্টের এক হাতা দিলে অন্য হাতা দেন না। প্যান্টের একপা লাল দিনে অন্য পা অন্য কালার দিয়ে দেন। যার ফলে গ্রামে এ নিয়ে নানা সমস্যা তৈরি হয়।
×