ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঈদে অন্তরালয়ের একগুচ্ছ গান

প্রকাশিত: ০৯:৩৬, ২৮ মে ২০১৯

 ঈদে অন্তরালয়ের  একগুচ্ছ গান

স্টাফ রিপোর্টার ॥ এবারের ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সমাজ সচেতনতামূলক কিছু গান রিলিজ দিতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান অন্তরালয়। এসব গানে কণ্ঠ দিয়েছে দেশের সেরা এক ঝাঁক ক্ষুদে গানরাজ। ‘শিক্ষাগুরু’, ‘আমরা টোকাই’, ‘জনম দুঃখী মা’, ‘ফুটপাথ তুমি কার’, ‘নারী কোন নারী এ কেমন নারী’, ‘ছেলেমেয়েরা ব্যস্ত হাই-হ্যালো নিয়া’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ শিরোনামে গানগুলোতে বর্তমান সমাজের বিভিন্ন অনিয়ম এবং অসঙ্গতি তুলে ধরা হয়েছে। সব গানের কথা লিখেছেন অন্তরালয়ের প্রধান মোঃ জাহাঙ্গীর আলম। গানগুলোর সুর করেছেন আল আমিন খান এবং এস রুহুল। আর এসব গানে কণ্ঠ দিয়েছেন জাহিদ রিপন, ফারহানা নিপা, আশা, ঐক্য জিৎ, মেহেক, সেঁজুতি ও শ্রাবন্তী। গানগুলো প্রসঙ্গে গীতিকার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এবারের ঈদে আমার প্রতিষ্ঠান থেকে তৈরি গানগুলো শ্রোতাদের বিশেষ আনন্দ দেবে। আশা করি গানগুলো শ্রোতা-দর্শকদের ভাল লাগবে। বিশেষ করে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সম্পর্ক কেমন থাকা উচিত সে বিষয়ে জানা যাবে ‘শিক্ষাগুরু’ গানের মাধ্যমে। ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী অরিত্রি অধিকারীকে উৎসর্গ করে নির্মিত হয়েছে ‘শিক্ষাগুরু’ গানটি। পথ শিশুদের নিয়ে নির্মিত হয়েছে চমৎকার একটি গান ‘আমরা টোকাই’। আমাদের দেশের পথ শিশুদের সংখ্যা দিন দিন বাড়ছে। এই শিশুরা অশিক্ষায়, অনাহারে দিন কাটাচ্ছে সেই চিত্র ফুটে উঠেছে এই গানের মাধ্যমে। মা, মায়ের প্রতি ভালবাসা সন্তানের থাকবে কিন্তু সেটা কেমন হতে পারে তা তুলে ধরা হয়েছে ‘জনম দুঃখী মা’ গানের মাধ্যমে। সম্প্রতি ঢাকা শহরের ফুটপাথে হাঁটা অনেকটাই কষ্টকর। জনসাধারণের চলাচলের জন্য ফুটপাথ হলেও তা থাকে হকার ও ভাসমান লোকদের দখলে। ‘ফুটপাথ তুমি কার’ এই গানের মাধ্যমে নানা অনিয়মগুলো তুলে ধরা হয়েছে। ‘নারী কোন নারী এ কেমন নারী’ শিরোনামের কমেডি ধাঁচের চমৎকার গানের মাধ্যমে নারীদের অধিকারের কথা বলা হয়েছে। আজকাল ছেলে-মেয়েরা মোবাইল চ্যাটিং, ফেসবুক-ইন্টারনেট নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। আত্মীয়-স্বজন ভাই-বোন কারও কোন খোঁজ-খবর তারা রাখতে পারে না মোবাইল চ্যাটিংয়ে বেশিরভাগ সময় ব্যয় করার কারণে। ‘ছেলে-মেয়েরা ব্যস্ত হাই-হ্যালো নিয়া’ শিরোনামের গানে সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়েছে। শেষের গান দুটির ভিডিওর কোরিওগ্রাফি করেছেন নৃত্য শিল্পী ইউসুফ খান ও তার দল। প্রসঙ্গত, প্রযোজনা প্রতিষ্ঠান অন্তরালয়ের কর্ণধার গীতিকার মোঃ জাহাঙ্গীর আলমের আগে নিজের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে গান রচনা করেন। নাট্যকার ও অভিনেতা হিসেবেও পরিচিতি আছে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের। এ পর্যন্ত তার লেখা প্রায় ২১টি গান তৈরি হয়েছে। স্বনামধন্য এ লেখক মঞ্চ কিংবা টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনের অতি পরিচিত ও প্রিয় মুখ এবং একজন দক্ষ সংগঠক। তার জন্য শুভ কামনা।
×