ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে গানের কথা আহ্বান!

প্রকাশিত: ০৯:৩৫, ২৮ মে ২০১৯

 বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে গানের কথা আহ্বান!

সংস্কৃতি ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং এর কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। বছরব্যাপী কর্মসূচী পরিচালনার জন্য একটি মূল সঙ্গীত (থিম সং) নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগ্রহী গীতিকার ও লেখকদের কাছ থেকে আগামী ১৫ জুন তারিখের মধ্যে মূল সঙ্গীত (থিম সং) নির্বাচনের জন্য অনধিক ১৬ লাইনের গানের কথা আহ্বান করেছে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন উপকমিটি’। সেরা গীতিকারদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন উপকমিটির সদস্য সচিব লিয়াকত আলী লাকী। সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন উপকমিটির সদস্য সচিব বরাবর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (৫ম তলা), ১/ক সেগুনবাগিচা, রমনা, ঢাকা-১০০০ ঠিকানা অথবা [email protected] ই-মেইলে প্রেরণ করা যাবে।
×