ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের সসম্মানে ফিরিয়ে নেয়ার আহ্বান পরিকল্পনামন্ত্রীর

প্রকাশিত: ০৯:৩১, ২৮ মে ২০১৯

 রোহিঙ্গাদের সসম্মানে  ফিরিয়ে নেয়ার  আহ্বান  পরিকল্পনামন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে রোহিঙ্গারা আশ্রয় নেয়ায় অর্থনৈতিক ও সামাজিক চাপ বেড়েছে। রোহিঙ্গারা যেন তাদের ভিটেমাটিতে সসম্মানে ফিরে যেতে পারে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থাসহ বিশ্ববাসীর কাছে সেই আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৭৫তম জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশনের (এসকাপ) বার্ষিক অধিবেশনের উদ্বোধন করা হয়। থাই রাজকুমারী এর উদ্বোধন করেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জানান, অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল যোগ দেয়। উদ্বোধনের পর বিকেল ৩টায় সভা সেশনে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থার সহযোগিতার মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের বিষয়ে মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের দূরে ঠেলে দেয়া হয়েছে। ১০ লাখের অধিক রোহিঙ্গা বিতাড়িত হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। ফলে আমাদের ওপর অর্থনৈতিক চাপ এসেছে, সামাজিক চাপ এসেছে। আমরা তাদের সাময়িকভাবে রক্ষণাবেক্ষণ করছি বা খাওয়া-পরা দিচ্ছি। আমরা আন্তর্জাতিক সংস্থার প্রতি দাবি জানাচ্ছি যে, তারা বিষয়গুলো দেখবেন এবং রোহিঙ্গারা যাতে তাদের নিজ ভূমিতে, ভিটেমাটিতে ফিরে যেতে পারেন, সসম্মানে ফিরতে পারেন- সেটা নিশ্চিত করার জন্য আমি জাতিসংঘ তথা সারাবিশ্বের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি- যোগ করেন এম এ মান্নান।
×