ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গলে একা ১৭ দিন

প্রকাশিত: ০৯:১০, ২৮ মে ২০১৯

 জঙ্গলে একা  ১৭ দিন

ঘন-গভীর জঙ্গলে টানা সতেরো দিন পার করতে হয়েছে। সেখানে খাবার বলতে বনের লতাপাতা ছাড়া আর কিছুই ছিল না। আর তেষ্টা মেটাতে ছিল নদীর পানি। গভীর অরণ্যে একা আর নিঃসঙ্গ হয়েই বেঁচে থাকার লড়াই চালাতে হয়েছে। কোন ফিল্মের চিত্রনাট্য নয় এটা। উপন্যাসের পটভূমিকাও নয়। দু’সপ্তাহেরও বেশি আগে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে হাইকিংয়ে বেরিয়ে আর ফেরেননি মার্কিন নাগরিক এ্যামান্ডা এলার। গভীর জঙ্গলে দীর্ঘ তল্লাশির পর শুক্রবার খোঁজ মিলল ওই তরুণীর। জীবিত কিন্তু একেবারেই বিধ্বস্ত। এ্যামান্ডাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ্যামান্ডার খোঁজে বেরিয়েছিল একাধিক উদ্ধারকারী দল। হেলিকপ্টারে তল্লাশি অভিযান শুরু হয়। অনেকে ভয় পেয়েছিলেন, নিশ্চয় হয়তো তাকে অপহরণ করা হয়েছে। ৩৫ বছর বয়সী এ্যামান্ডা যোগব্যায়ামের শিক্ষিকা, ফিজিক্যাল থেরাপিস্ট। সেই সঙ্গে স্কুবা ডাইভিং, হাইকিং করেন। তার শারীরিক ও মানসিক জোর নিয়ে ভরসা ছিল সকলের। উদ্ধারকারী দলের অন্যতম হেভিয়ার ক্যান্টেলপ বলেন, ফিটনেস তো আছেই, সেই সঙ্গে স্থানীয় অরণ্যের লতাপাতা নিয়ে তার অগাধ জ্ঞান রয়েছে। যেমন, কোনটা খাওয়া যায় আর কোনটা বিষাক্ত।-ইয়াহু নিউজ
×