ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজু ভাস্কর্যে ছাত্রলীগের পদবঞ্চিতদের ফের অবস্থান

প্রকাশিত: ০৮:৫৫, ২৮ মে ২০১৯

 রাজু ভাস্কর্যে ছাত্রলীগের পদবঞ্চিতদের ফের অবস্থান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিতদের বাদ না দিয়েই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেয়ার প্রতিবাদে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে বিতর্কিতদের কমিটি থেকে বাদ না দেয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তারা বলেন, যদি আমাদের এই সমস্যার সুষ্ঠু সমাধান না দেয়া হয়, তাহলে আমরা রাজু ভাস্কর্যে অবস্থান করব। ঈদের দিন আমরা রাজু ভাস্কর্যে থাকব। সোমবার বেলা সাড়ে ১২ টায় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৩০১ সদস্যবিশিষ্ট কমিটি ধানমন্ডির ৩২ নং এ বঙ্গন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এর আগে রবিবার রাতে শোভন-রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার ঘোষণা দেয়। রবিবার মধ্যরাতেই রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতানেত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা সভাপতি বি এম লিপি আক্তার বলেন, প্রধানমন্ত্রী বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের বাদ দেয়া হয়নি।
×