ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডাটার মালিকানা না পেলে সরকারগুলো জিম্মি হবে ॥ শিক্ষা উপমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৪, ২৮ মে ২০১৯

 ডাটার মালিকানা না পেলে সরকারগুলো জিম্মি হবে ॥ শিক্ষা উপমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, উন্নয়নশীল রাষ্ট্র যদি তাদের ‘ডাটার’ মালিকানা না পায় এবং ডাটার প্রক্রিয়াকরণ শিল্প না তৈরি করতে পারে তবে ভবিষ্যতে তাদের সংস্কৃতি, শিক্ষা, নিরাপত্তা, গণমাধ্যম, কর্মসংস্থানসহ সবক্ষেত্রে হুমকির মুখে পড়বে। নিজস্ব ইন্টারনেট কোম্পানি, ডাটা প্রসেসিং সেন্টার এবং এর প্রসারে নিজস্ব নীতি প্রণয়ন না করতে পারলে বহুজাতিক কোম্পানিগুলোর কাছে জাতীয় সরকারগুলো জিম্মি হয়ে পড়বে। সোমবার চীনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও শিক্ষা ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিয়ে এ অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।
×