ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাবতলী বাস টার্মিনালে নেই টিকিটপ্রত্যাশীদের ভিড়

প্রকাশিত: ০০:১৬, ২৭ মে ২০১৯

গাবতলী বাস টার্মিনালে নেই টিকিটপ্রত্যাশীদের ভিড়

অনলাইন রিপোর্টার ॥ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরবে লক্ষাধিক মানুষ। এখন থেকেই তার প্রস্তুতি নিচ্ছেন অনেকে। আজ সোমবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, এখনো ঘরমুখো মানুষের ঢল নামেনি। আগামী বৃহস্পতিবার থেকে গাবতলীতে যাত্রীদের ভিড় শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেবা গ্রীন লাইনের কাউন্টার মাস্টার মো. সোহেল রানা বলেন, ৩০ তারিখ থেকে যাত্রীদের ভিড় বাড়বে। আমরা অগ্রিম টিকিট বিক্রি করা শুরু করেছি ২২ মে থেকে। প্রায় সব অগ্রিম টিকিট শেষ, অল্প কিছু বাকি আছে। এখন রানিং (প্রতিদিনের) টিকিট বিক্রি হচ্ছে। পাশাপাশি দুই-একটি অগ্রিম টিকিটও বিক্রি করছি।
×