ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অর্থ বিভাগ-এনবিআর কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

প্রকাশিত: ১২:৫২, ২৭ মে ২০১৯

অর্থ বিভাগ-এনবিআর কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

বিডিনিউজ ॥ অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবনে এই ইফতারের আয়োজন করা হয়। ইফতারের আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের জাতীয় বাজেট তৈরিতে দায়িত্বরত কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। প্রতিবছরই বাংলাদেশের জাতীয় বাজেট বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে আগামীতেও এই বাজেট বাড়বে বলে আশাবাদ প্রকাশ করেন শেখ হাসিনা। তার আমন্ত্রণে সাড়া দিয়ে ইফতারে যোগ দেয়ায় অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ এবং জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, অর্থ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ইফতারে যোগ দেন।
×