ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয়কে নিয়ে ভারতের স্বস্তি

প্রকাশিত: ১০:৩০, ২৭ মে ২০১৯

 বিজয়কে নিয়ে ভারতের স্বস্তি

স্পোর্টস রিপোর্টার ॥ নেট অনুশীলনে পাওয়া বিজয় শঙ্করের চোট নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল ভারত। কিন্তু দেশটির ক্রিকেট বোর্ড এক টুইটার বার্তায় জানিয়েছে তার চোট অতটা গুরুতর নয়। স্ক্যান রিপোর্টে বলা হয়েছে, নবীন এই পেস বোলিং অলরাউন্ডারের হাড় ভাঙ্গেনি। ‘ডান হাতে চোট পাওয়া বিজয়ের স্ক্যান করানো হয়েছিল। তার হাড় ভাঙ্গেনি। চিকিৎসকরা তাকে দ্রুত সুস্থ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’ বিবৃতিতে উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরে গেছে ভারত। চোটের কারণে বিজয় ওই ম্যাচে খেলতে পারেননি। তবে ম্যাচ শুরুর আগে তাকে বল ছুড়ে হাল্কা ব্যাটিং অনুশীলন করানো হয়। সুতরাং এটা ভারতের জন্য অনেক স্বস্তির খবর। কারণ প্রতিভাবান এই অলরাউন্ডারকে বিশ্বকাপে পাঁচ নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশনে খেলানোর চিন্ত-ভাবনা রয়েছে। যদিও এ নিয়ে বিতর্ক আছে। অনেকে অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিকেই বরং বিজয়ের আগে নামানোর পক্ষে।
×