ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদযাত্রায় ভোগান্তির শেষ নেই ॥ ফখরুল

প্রকাশিত: ১০:০৪, ২৭ মে ২০১৯

 ঈদযাত্রায় ভোগান্তির  শেষ নেই ॥  ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ঈদযাত্রায় দেশের মানুষের ভোগান্তির শেষ নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সড়ক-মহাসড়ক ও রেল পথসহ সর্বত্র চলছে চরম নৈরাজ্য-লুটপাট। রবিবার বিকেলে রাজধানীর বিজয় নগরের হোটেল অরনেটে ২০ দলীয় জোটের শরিক দল লেবার পার্টি আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, দেশে গুম, খুন চলছেই। এ ধরনের নির্যাতনের ঘটনার সঙ্গে দেশের মানুষের আগে কোন পরিচয় ছিল না। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া কারাবরণ করছেন। আপোস করেননি বলে তিনি তাই এখনও কারাগারে আছেন। জনগণ আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করবে, গণতন্ত্রকে মুক্ত করবে। ফখরুল বলেন, প্রতিটি ঈদের আগে সরকারের পক্ষ থেকে বলা হয় এবারের ঈদে দুর্ভোগ হবে না। শনিবারও এজন্য নতুন একটি ট্রেন উদ্ধোধন করা হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, সাধারণ যাত্রীরা টিকেট কেনার আগেই অর্ধেক টিকেট বিক্রি হয়ে গেছে। চরম নৈরাজ্য চলছে সর্বত্র। এ সরকারের কোন জবাবদিহিতা নেই। কে কার কথা শুনবে? কোথাও কোন মা-বাবা তো নেই। মির্জা ফখরুল বলেন, বর্তমানে মানুষের বেঁচে থাকার অধিকার নেই, দেশে গণতন্ত্র নেই। সবাই অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছে। তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে সেই দল যে দল ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আজকে সেই বাকশালকে আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তারা। লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হালিম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
×