ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে আটটায় ॥ সাঈদ খোকন

প্রকাশিত: ১০:০১, ২৭ মে ২০১৯

 জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে আটটায় ॥ সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। তবে দুর্যোগপূর্ণ বা প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল নয়টায় প্রথম জামাত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। রবিবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে জাতীয় ঈদগাহর প্রস্তুতি সংক্রান্ত সভায় মেয়র এই ঘোষণা দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেয়র বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে নাগরিকদের সুষ্ঠুভাবে সুন্দর ঈদ জামাত উপহার দেয়ার। প্রতিবছরের মতো এবারও জাতীয় ঈদগাহে এক সঙ্গে ৮৫ হাজার মুসল্লি এবং ৫ হাজার মহিলা মুসল্লির জন্য জামাতের ব্যবস্থা থাকবে। ১৪০ মুসল্লি একসঙ্গে যাতে ওজু করতে পারেন সেই ব্যবস্থাও থাকবে। এছাড়া বিশেষ প্রয়োজনে সহায়তার জন্য সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত থাকবেন।
×