ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আল বিদা মাহে রমজান

প্রকাশিত: ১০:০০, ২৭ মে ২০১৯

 আল বিদা মাহে রমজান

অধ্যাপক মনিরুল ইসলাম রফিক ॥ আজ পবিত্র মাহে রমজানের ২১তম দিবস। আজ থেকে শুরু হলো জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদবাহী রমজানুল মোবারকের সমাপনী দশক। রোজাদারদের জীবনে এ সমাপনী দশকের গুরুত্ব অপরিসীম। কারণ, দিনগুলোতে রয়েছে পবিত্র জুমাতুল বিদা, পবিত্র লাইলাতুল কদর ও ঈদপূর্ব রাতের মতো অতি মর্যাদাপূর্ণ দিবস ও রজনী। সিয়াম সাধনার সঙ্গে সঙ্গে ধৈর্য, ক্ষমা, মানবপ্রেম, উদার মনোভাব ইত্যাদির উৎকর্ষ ও অনুশীলনের মাসও রমজান। ইসলামের শাশ্বত শিক্ষাও তাই। কঠিন মুহূর্তেও এ কথা প্রমাণ করেছেন ইসলামের মহান নবী ও তার সাহাবায়ে কেরাম। আজ ইতিহাসখ্যাত সেই মক্কা বিজয়ের দিন, ২১ রমজান। খ্রিঃ ৬৩০/ হিঃ ৮ সালে এ ঘটনা সংঘটিত হয়। এ সময় মুসলমানদের কাছে ছিল অসি ও মশি; দু’ধারার শক্তি। প্রবল জনসম্পদ, ঈমানি দীপ্তি ও দুঃসাহসিক মনোবল। মুসলমানদের নির্যাতন করে ও হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করে মক্কার কোরাইশরা এক পর্যায়ে মারাত্মক অপরাধ ও ধৃষ্টতা দেখায়। পরিণামে মহানবী হযরত মুহম্মদ (সঃ) মক্কা অভিযানে রওনা হন। এমনিতেই দীর্ঘ ৮ বছর ধরে স্বজনহারা মাতৃভূমি ত্যাগী মুহাজির মুসলমানদের মাঝে কোরাইশদের বিরুদ্ধে ক্ষোভ ও ঘৃণা টগবগ করছিল। এখন দু’শক্তি মুখোমুখি প্রায়। কিন্তু এত কিছুর পরও হযরত রাসূলে করীম (সঃ) রক্তপাত এড়িয়ে চলার ঘোষণা দিলেন। তিনি জানিয়ে দেন: মুসলিম বাহিনী মক্কা প্রবেশের সময় যারা সর্দার আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা কাবা অঙ্গনে আশ্রয় নেবে কিংবা নিজেদের রুদ্ধদ্বার ঘরে অবস্থান করবে তারাও নিরাপদ।’ কোরাইশরা প্রতিরোধে অগ্রসর হয়েও শেষমেশ হযরত মুহাম্মদ (সঃ)-এর ক্ষমাবাণীর সুযোগ নিলেন। বিজয় হলো এক প্রকার রক্তপাতশূন্য, শান্তিপূর্ণ। সামান্যটুকুন রক্তপাতের জন্য মহানবী (সঃ) সেনানায়ক হযরত খালিদ বিন ওয়ালিদের (রাদিঃ) কাছে রীতিমত কৈফিয়ত তলব করেছিলেন। রমজানের এ দিনে হযরত মুহম্মদ (সঃ) পরাজিত পক্ষের সঙ্গে যে উদার আচরণ করেছিলেন তা ইতিহাসে অম্লান-অক্ষয় হয়ে রয়েছে। আজকে আমাদেরও সে উদার মনোভাবাপন্ন হতে হবে। ( ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির বারুদ নয়: কঠিন ভালবেসে...। সেদিন মহান বিজয়ী বীর রাসূলে আকরাম (সঃ) নিরহঙ্কারভাবে সাফা পাহাড়ের ঢালুতে দাঁড়ালেন; যেখানে তাঁকে একদিন আবু লাহাবের প্রস্তরাঘাত সহ্য করতে হয়েছিল। সমবেত শত্রুদের কাছে তিনি জিজ্ঞেস করলেন : তোমরা আমার কাছে কি আচরণ প্রত্যাশা কর? তারা বলল : আখুন করীম ওয়া ইবনু আখিন করীম (তুমি তো আমাদের মহানুভব ভাই ও মহানুভব ভ্রাতুষ্পুত্র)। তোমার কাছ থেকে মহানুভব আচরণই কামনা করি। নূর নবী হযরত (সঃ) বললেন : লা তাসরীবা আলাইকুমুল ইয়াউম... অর্থাৎ আজ তোমাদের বিরুদ্ধে কোন প্রতিশোধ কিংবা অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত, স্বাধীন ...। দুনিয়ার ইতিহাসে এমন ক্ষমার কোন নজির নেই। এ আচরণ ইসলামের, এ শিক্ষা রমজানের, এ আদর্শ বিশ্ব নবী হযরত রাসূলে করীম (সঃ) এর। কিন্তু আজকের বিশ্বের সুপার পাওয়াররা বিজিত এলাকায় এ উদার আচরণ করে কি?
×