ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে বৃদ্ধাকে কুপিয়ে মালামাল লুট

প্রকাশিত: ০৯:৪৬, ২৬ মে ২০১৯

বাগেরহাটে বৃদ্ধাকে কুপিয়ে মালামাল লুট

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মেগনিতলা সংলগ্ন কাঁঠাল গ্রামে দুর্বৃত্তরা ঘরে ঢুকে হামিদা বেগম (৬৪) নামে এক বৃদ্ধ নারীকে বেপরোয়া কুপিয়ে টাকা ও মালামাল লুটে নিয়ে গেছে। রবিবার দুপুরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, হামিদা বেগম সদর উপজেলার কাঁঠাল (মেগনিতলা) গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মৃত আব্দুল মজিদ পাইকের স্ত্রী। দুই কন্যা সন্তানকে বিয়ে দেয়ায় হামিদা একাই থাকতেন। প্রতিদিনের মত রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন হামিদা বেগম। তার ছোট মেয়ে নাসিমা মাকে ফোনে না পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে বাড়িতে এসে ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় প্রতিবেশীদের নিয়ে পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দোতলায় মেঝেতে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন মাকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধ নারী একা বাসায় থাকার কারণে অর্থ ও মালামাল লুটের জন্যই পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
×