ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীর পিংক সিটিতে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান

প্রকাশিত: ০৯:২৭, ২৭ মে ২০১৯

  রাজধানীর পিংক সিটিতে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশান-২ এর পিংক সিটি শপিংকমপ্লেক্সে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। নকল প্রসাধনী সামগ্রী ও অবৈধ পন্থায় আনা বিভিন্ন বিদেশী পণ্যের বিরুদ্ধে এই অভিযানটি পরিচালিত হয়। রবিবার বেলা ২টার দিকে শুরু হয় এই অভিযান। অভিযানে সার্বিক তত্ত্বাবধান করছেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন- ঢাকা বিভাগের কার্যালয় সহকারী পরিচালক আফরোজা রহমান এবং সহকারী পরিচালক আতিয়া সুলতানা। তারা জানান- রমজানের বিশেষ অভিযানের অংশ হিসেবে গুলশান পিংক সিটি শপিংকমপেক্সে অভিযান চালানো হয়। এখানে বেশিরভাগ প্রতিষ্ঠানে শাড়ি, কাপড়-থ্রিপিসসহ বিভিন্ন পণ্য বিদেশী বলে বিক্রি করছে। কিন্তু আমদানিকারকের কোন স্টিকার নেই। তথ্যও দিতে পারছে না। অর্থাৎ এটি অবৈধ পন্থায় আনা পণ্য। নামী-দামী সব ব্র্যান্ডের নামে অবৈধ নকল বিদেশী কসমেটিকস বিক্রি করছে। এসব অপরাধে কিডস ওয়ে ২০০০ সহ বেশকিছু প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। অভিযান চলছে। কখন শেষ হয় বলা যায় না।
×