ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা মেডিক্যালে ওষুধ মাটিচাপা দেয়ার ঘটনায় দুই তদন্ত কমিটি

প্রকাশিত: ০৯:১৪, ২৭ মে ২০১৯

 সাতক্ষীরা মেডিক্যালে  ওষুধ মাটিচাপা  দেয়ার ঘটনায় দুই  তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার বিষয়ে রবিবার দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জানকে আহ্বায়ক করে পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, মেডিক্যাল কলেজ অধ্যক্ষের প্রতিনিধি এবং ইউএনও সদর দেবাশীষ চৌধুরীকে এই কমিটির সদস্য রাখা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। অন্যদিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শাহজাহান আলী একই বিষয়ের ওপর তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করেছেন। মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের ডাঃ রুহুল কুদ্দুসকে আহ্বায়ক করে ডাঃ প্রবীর কুমার বিশ^াস ও ডাঃ আক্তারুজ্জামানকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকেও আগামী সাতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। হাসপাতাল চত্বরে মাটিতে পুঁতে রাখা ওষুধ প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের তত্ত্ব¡াবধায়ক ডাঃ শাহজাহান আলি জানান, উদ্ধার হওয়া বেশিরভাগ ওষুধই মেয়াদ উত্তীর্ণ। ২০১৫ ও ১৭ সালে এ সকল ওষুধের মেয়াদ শেষ হয়েছে। উল্লেখ্য, শনিবার বিকেলে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরের সেপটিক ট্যাঙ্কের কাছ থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ১৫ বস্তা ওষুধ উদ্ধার করা হয়।
×